সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: আর.জি করের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও লাগাতার ‘কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। কিন্তু এতো সবের পরেও স্বাস্থ্য পরিষেবা যাতে না হয় সেই লক্ষ্যেই বাঁকুড়াতেও ‘অভয়া ক্লিনিক’ চালু করলেন তাঁরা। রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও ‘ওয়েষ্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস্ ফ্রন্টে’র ‘অভয়া ক্লিনিকে’ উপচে পড়া ভীড়। হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে বিরামহীনভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন ওই সংগঠনের সদস্যরা।জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ আগষ্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৭ হাজার ৭৪২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মেডিসিন বিভাগে- ২ হাজার ৬৪৭, শল্য চিকিৎসা বিভাগে ৬০৮, শিশু ও প্রসূতি বিভাগে ১৬২০, শিশু রোগ বিভাগে ২ হাজার ২৩৬, অস্থি, চক্ষু ও ই.এন.টি বিভাগে ২২১ ও অন্যান্য বিভাগে ৪১০ জন ভর্তি হয়েছেন। এই অবস্থায় কোন ধরণের গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।
এদিন হাসপাতালে আসা অধিকাংশ মানুষই আন্দোলনের মধ্যে থেকেও জুনিয়র চিকিৎসকদের ‘অভয়া ক্লিনিকে’র এই উদ্যোগকে সাধুবাদ জানিযেছেন। অভয়া বিচার পাক ও হাসপাতালের সুষ্ঠ পরিষেবা ফিরে আসুক কামনা করেন তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct