দেবাশীষ পাল, মালদা, আপনজন: ভারতীয় ও কিষান সংঘের মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় গাজোলের কদু বাড়ি একটি বেসরকারি লজে। সম্মেলনের পর গাজোলের কদুবাড়ী মোড় থেকে একটি মিছিল বের হয়ে গাজোল শহর পরিক্রমা করে বিদ্রোহী মোরে যান। বিদ্রোহে মোরে তাদের দাবি নিয়ে একটি পথসভা করেন ।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রান্তের রাজ্য সভাপতি কল্যাণ কুমার মন্ডল মালদা জেলার সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব। চিত্তরঞ্জন বিশ্বাস বলেন ভারতীয় কৃষাণ সংঘের মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় গাজোল কদুবাড়ী একটি বেসরকারি লজে। সম্মেলন শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয় গাজোল শহরে। মিছিল শেষে গাজোলের বিদ্রোহী মোরে একটি পথসভা করা হয়।
আমাদের দাবি কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না ,কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে ,কৃষকদের সুরক্ষা দিতে হবে, কৃষক হচ্ছে দেশের ভবিষ্যৎ। কৃষকরা বর্তমানে নানাভাবে অবহেলিত। কৃষকদের নানা ধরনের সমস্যা রয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী দিনে আমরা কৃষকদের নানা সমস্যা নিয়ে ব্লকে ব্লকে ডেপুটেশন দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct