নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: রাজস্থানে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার চেক তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন জেলাশাসক।
মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিস্কিনপুর গ্রামের মৃত পরিযায়ী মতি আলীর পরিবারের পাশে রাজ্য সরকার। এদিন মতির মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তার স্ত্রীর হাতে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন। সাথে ছিলেন আরেক প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, দুই ব্লক তৃণমূলের সভাপতি মর্জিনা খাতুন, জিয়াউর রহমান।প্রত্যেকে তার স্ত্রী সহ পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। তাদের সমবেদনা জানান। সাথে ভাতার সুবিধা সহ ভবিষ্যতে এই পরিবার কে সবরকম সহায়তার আশ্বাস দেন।প্রসঙ্গত রাজস্থানে একটি সোনার দোকানে কাজ করতেন মতি।পরিবারের লোকেরা অভিযোগ করেন সহকর্মীরা তাকে মারধর করে।যার জেরেই তার মৃত্যু হয়। ওই শ্রমিকের অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct