আপনজন ডেস্ক: রাজ্যের ওবিসি শংসাপত্রের বৈধতা ফেরাতে ও কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সংশোধিত ওয়াকফ বিলের বিরুদ্ধে রবিবার কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস সভা ঘরে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া রাজ্য শাখার উদ্যোগে এক গোলটেবিলের আয়োজন করা হয়। সবায় বিভিন্ন সংখ্যালঘূ সংগঠনের প্রতিনিধিরা ছাড়া নানা সম্প্রদায়ের বুদ্ধিজীবীরা অংশ নেন। এদিনের সেমিনারে মূলত আলোচনা হয় কীভাবে রাজ্যে বাতিল হওয়া ওবিসির মান্যতা ফের ফিরিয়ে আনা যায়। আর কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী বিলকে রোখা যায়। প্রথমত সুপ্রিম কোর্টে ওবিসি মামলা প্রসঙ্গ ওঠে।
এদিন অল ইন্ডিয়া মুসলিম পার্লসোনাল বোর্ডের সদস্য উজমা আলম বলেন, রাজ্যজুড়ে ওয়াকফ বিল নিয়ে সচেতনতা বাড়তে ও ওয়াকফ বিলের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে মতামত পাঠাতে বিশেষ কিউ আর কোডের ব্যবস্থা করা হয়েছে। এতে অংশ নিয়ে বেশি বেশি সংখ্যালঘুদের প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে বলেন, ওবিসি প্রসঙ্গ নিয়ে মঙ্গলবার পার্সোনাল ল বোর্ডের সভায় প্রস্তাবিত উত্থাপন করা যেতে পরে।
এ বিষয়ে অধ্যাপক সাইফুল্লা শামিম বলেন, সুপ্রিম কোর্টে জরুরি শুনানির প্রয়োজনীয়তা ছিল ওবিসি নিয়ে। কিন্তু রাজ্য সরকারের তরফে যেভাবে সময় চেয়ে মামলা পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা যথেষ্ট উদ্বেগের। তিনি এ বিষয়ে ওবিসি নিয়ে রাজ্যের আন্দোলনকারী সকল সংগঠনকে সঙ্গে চলার আহ্বান জানান।
‘প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল’-এর কর্ণধার মোনাজাত আলী বিশ্বাস বলেন, ওবিসি ও ওয়াকফ বিল নিয়ে শুধু মিটিং মিছিল করলে হবে না সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও প্রচার চালাতে হবে। এর জন্য তিনি ইমাম মুয়াজ্জিনদের এই আন্দোলন শামিল করার আহ্বান জানান। আরটিআই কর্মী তৌহিদ খান বলেন, ওয়াকফ বিলের বিরুদ্ধে যেমন গর্জে উঠতে হবে তেমনি রাজ্যে যত ওয়াকফ সম্পত্তি আছে তা নিয়েও ভাবতে হবে। বহু ওয়াকফ সম্পত্তি এখনও ওয়াকফ বোর্ডে নথিভুক্ত নয় বলে তিনি দাবি করেন।
এদিনের সভায় ওয়েলফেয়ার পার্টির মনসা সেন বলেন, তিনি এই সেমিনারে এসেছেন মানুষের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য যেটা তাদের প্রাপ্য। ডা. রইসুুদ্দিন বলেন, রাজ্যের সমস্ত সংখ্যালঘু সংগঠনকে একসূত্রে বাঁধতে হবে।
এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ শাহআলম, জাইদুল হক, আমিনুল ইসলাম, মুহাম্মদ সালাইউদ্দিন, আনিসুর রহমান, কামরুদ্দিন মল্লিক প্রমুখ।
সভা থেকে ইউনাইটেড মুভমেন্ট ফর মাইনোরিটি অ্যাফেয়ার্স বা উম্মা নামে একটি ফোরাম গঠিত হয় যার আহ্বায়ক নির্বাচিত হন মুহাম্মদ নুরুদ্দিন, আর কোঅর্ডিনেটর মফিকুল ইসলাম। সমগ্র আলোচনা সভাটি পরিচালনা করেন সারওয়ার হোসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct