এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের খুনের বিচার চেয়ে প্রতিবাদ মিছিল করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সম্প্রতি বিজেপি শাসিত হরিয়ানার চরখি দাদরিতে গোমাংস রান্নার কথিত অভিযোগে বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়, ঘটনার সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহল প্রতিবাদে সরব হন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সাবিরের পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবিরের স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর যুবক পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের খুনের বিচার চেয়ে রবিবার কলকাতায় আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা ডোরিনা ক্রসিং থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত ওই প্রতিবাদ মিছিলে শামিল হন কয়েক হাজার কর্মী সমর্থকরা। মিছিল শেষে কলেজ স্কোয়ারে প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। ওই সভায় গোটা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে বাঙালির উপর লাগাতার হামলার অভিযোগ তুলে কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বক্তব্য রাখেন ‘আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সংসদ ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সামিরুল ইসলাম, বিধায়ক ও শ্রমিক নেতা সোমনাথ শ্যাম, উত্তর কলকাতা শ্রমিক নেতা স্বপন সমাদ্দার, উত্তর ২৪ পরগনা জেলার শ্রমিক নেতা নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা। মিছিলে সংগঠনের কর্মী সমর্থকরা স্লোগান তোলেন ‘বাংলার পরিযায়ী শ্রমিক খুন হল কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও’, ‘মোদী হটাও, দেশ বাঁচাও’, ‘সাবির মল্লিকের খুনের, বিচার চাই বিচার চাই’ ইত্যাদি। এদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের প্রায় সমস্ত জেলা থেকেই কলকাতার রাজপথে হাজার হাজার শ্রমিকরা উপস্থিত হন। সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মিছিল শেষে বলেন, গোটা দেশজুড়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে তার সম্পূর্ণ দায় কেন্দ্রীয় বিজেপি সরকারের। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেছে বেছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। তিনি সাবির মল্লিকের খুনের ঘটনা উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। রাজ্যসভার সংসদ ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সামিরুল ইসলাম বলেন, গোমাংসের নামে অপবাদ দিয়ে সাধারণ মানুষকে যেভাবে মেরে ফেলা হচ্ছে তা দেশের জন্য লজ্জার। আমি রাজ্য সভায় গিয়ে চারবার এই বিষয়টি উত্থাপন করেছি। যে বাঙালিরা না থাকলে স্বাধীনতা আসতো না সেই দেশের ভিন রাজ্যে বাঙালিরা আক্রান্ত হচ্ছেন কেন, সেই প্রশ্নও তোলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct