নিজস্ব প্রতিনিধি: আরজিকর কাণ্ডে হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার হাতে নিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে তদন্ত প্রক্রিয়া। কিন্তু আরজি করের নিহত তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ মোট চারজনকে সিবিআই আর্থিক দুর্নীতি করার অভিযোগে হেফাজতে নিয়েছে। এন ফোর্সমেন্ট ডিরেক্টর এর পক্ষ থেকে আর জি কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হয়েছে তার শিকড় খুঁজে পেতে জোর কদমে তদন্ত শুরু করেছে। কিন্তু গোটা রাজ্যের পাশাপাশি গোটা বিশ্ব যখন আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিনিয়ত কন্ঠ উচ্চারিত করছে সেই সময় সিবিআই হাতড়ে বেড়াচ্ছে খুনের সূত্র। একাধিক জনকে জিজ্ঞাসাবাদ একাধিকবার আরজিকর হাসপাতালের চারতলার সেমিনার রুম ভিজিট ,এফ এ সেলের এর রিপোর্ট, ময়না তদন্তে রিপোর্ট ডিএনএ টেস্ট রিপোর্ট সব এসে গিয়েছে। কিন্তু বিভিন্ন সূত্র ঘাটাঘাটি করেও এখনো পর্যন্ত সিবিআই আরজি কর কাণ্ডে খুনির নাগাল পায়নি। তাই এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিবিআই এর পক্ষ থেকে আমজনতার কাছে আবেদন জানানো হয়েছে, কারোর কাছে এই ঘটনার কোনরকম তথ্য থাকলে তা জানাক সিবিআই কর্তাদের। যাতে এই ঘটনা তদন্তে সিবিআই দিশা খুঁজে পায়। জনতা জনার্দন এই কথা মাথায় রেখে সিবিআই রবিবার ঠিক সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন আমজনতার দরবারে নত মস্তকে সাহায্যের আর্জি জানিয়ে বার্তা ছড়িয়ে দিয়েছে চারদিকে। এখন দেখার বিষয় সেই রাতে আর জি কর হাসপাতালের পড়ুয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ নতুনের ঘটনায় কোন আগন্তুক কোন তথ্য গোপনে পৌঁছে দেয় কিনা সিজিও কমপ্লেক্সে। ইতিমধ্যে সিবিআই তদন্তে ঢিলে নিয়েছে বলে রাজ্যে শাসক দল সুর চরাতে শুরু করেছে। কলকাতা পুলিশ ঘটনা ঘটার পর সঞ্জয় রায়কে কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করলেও সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর অনেকদিন কেটে গেল কাউকে গ্রেফতার করতে না পারায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে আমজনতাও প্রশ্ন তুলতে শুরু করেছে। আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা ইতিমধ্যেই সিবিআই দপ্তরে দরবার করে তদন্তের অগ্রগতি কি সেই প্রশ্ন ছুড়ে দিয়েছে। এমত পরিস্থিতিতে তাই জনগণের 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে মুখরিত বঙ্গের মাটিতে আরজি কর কাণ্ডের সূত্র পেতে আমজনতার দরবারে আবেদন পেশ করেছে সিবিআই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct