নিজস্ব প্রতিনিধি: ইনসাফের দাবিতে হেদুয়া থেকে রিকশাচালকদের মিছিল হলো কলকাতা মহানগরির পথে। রিক্সা চালক ইউনিয়নের ডাকে রবিবার বিকেলে মিছিল সংগঠিত হয়।মিছিলের শ্লোগান ছিল 'দাবি এক দাবি সাফ ইনসাফ ইনসাফ"।তিলোত্তমা কাণ্ডে বিচার চেয়ে রিক্সাওয়ালারা" মহানগর এই পথে এবার তাদের কন্ঠ উচ্চারিত করলেন। নিঃসন্দেহে এই ধরনের প্রতিবাদ কলকাতা মহানগরীর বুকে আন্দোলনের ইতিহাসে স্থান পেল মনে করছেন শহরের বিদ্বজ্জনেরা। কলেজ স্ট্রিট মোড় প্রায় আধঘন্টা রিক্সা দিয়ে অভিনব পথ অবরোধ। আর জি করের ডাক্তার পড়ুয়ার দোষীদের গ্রেপ্তারের দাবি নিয়ে উত্তর কলকাতার হেদুয়া অর্থাৎ বিডন স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট মিছিল করে ।এরপরে অবরোধ হয়। রিক্সাচালক ও ডাক্তারদের সম্মিলিত বিক্ষোভ সংঘটিত হয়।এদিকে রবিবার দক্ষিণ কলকাতার ৫১ টি স্কুলের প্রাক্তনীরা জমায়েত করে মিছিল করে।মানব বন্ধন হয় গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত,আরজি কর কাণ্ডে । অন্যদিকে,আর জি কর মেডিকেল কলেজের ঘটনায় সুবিচারের দাবিতে তমলুকে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে খোলা হয় অভয়া ক্লিনিক।আরজি কর মেডিকেল কলেজের ন্যায় বিচারের দাবিতে একদিকে যেমন লড়াই চলছে চিকিৎসকদের তেমনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফোরাম এর পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলায় সাধারণ মানুষের পরিষেবা দিতে খোলা হয় অভয়া ক্লিনিক। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কেলোমাল সন্তোষিনী হাই স্কুলে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভয়া ক্লিনিক। ক্লিনিকে ছিল বিভিন্ন বিভাগের দশ জন চিকিৎসক। চিকিৎসা পরিষেবার পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় ওষুধ। একদিকে যেমন আরজি কর মেডিকেল কলেজ ধর্ষণ এবং খুনের নৃশংস ঘটনায় একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলন চলছে তেমনি সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা হয় অভয়া ক্লিনিক। এদিনের ক্লিনিকে চিকিৎসকেরা চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসা নিতে আসার সমস্ত রোগীদের সামনে তাদের বিভিন্ন দাবি-দাওয়া বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct