তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর আপনজন: বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে। মৃত শ্রমিকের নাম মতি আলি (৪২)। তার বাড়ি ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শনিবার রাতে দেহ গ্রামে ফিরেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দীর্ঘ ২০ বছর ধরে রাজস্থানে একটি সোনার দোকানে কাজ করতেন তিনি। গত ৩ সেপ্টেম্বর দুপুরে খাওয়ার সময় বিহার ও রাজস্থানের সহকর্মীদের সঙ্গে ঝগড়া হয়। এরপর বিহার ও রাজস্থানের কয়েকজন শ্রমিক ঘরের মধ্যে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। দুই কিলোমিটার দুরে কাজ করতো তার আরেক ভাই। মতি তার ভাইকে ফোন করে জানাই তার প্রচন্ড পেটে ব্যথা করছে। পেটে ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয় মতি। অস্ত্রপাচার করে চিকিৎসকরা। কিন্তু তারপরেও শেষরক্ষা হয়নি। দুইদিন চিকিৎসা চলার পর শুক্রবার সকালে তিনি মারা যান। মারধরে মতির পেটের নাড়িভুঁড়ি ফেটে গিয়েছিল বলে পরিবারের দাবি। অপারেশনের কয়েক ঘন্টা পর সে মারা যায়। মতি ছিল পরিবারের একমাত্র রোজগেরে। শ্রমিকের মৃত্যুতে দুই নাবালক পুত্র সন্তানকে নিয়ে চরম সমস্যায় পরলেন স্ত্রী রৌশনা খাতুন। এদিন পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। সেখানে গিয়েই তিনি বলেন বিজেপির শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষদের সহ্য করতে পারছে না। এই ভাবেই খুন করা হচ্ছে। তিনি পরিবারটিকে সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি সব রকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct