নাজমুস সাহাদাত ,কালিয়াচক আপনজন: গোটা দেশ যখন আরজিকর নিয়ে উত্তাল তারই মাঝে মালদা জেলার ভুতনির মানুষরা বন্যার জলে হাবুডুবু খাচ্ছে, সর্বত্র জলমগ্ন এলাকার পর এলাকাজুড়ে। কারও ঠাঁই হয়েছে দোতলার ছাদে কারও ঠাঁই হয়েছে বাড়ির চালে কেউবা নৌকাতে দিন কাটাচ্ছে দিনের পর রাত। প্রায় ১ মাস ধরে ভূতনির ২ লাখ মানুষ জলের তলে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এই মতন অবস্থায় মালদার বহু সংগঠন ও ফাউন্ডেশন সংস্থার পাশাপাশি এক স্বেচ্ছাসেবী সংগঠন “পরিবর্তন” এর সদস্যরা প্রায় ১ হাজার জন মানুষের জন্য খাবার নিয়ে ছুটে যায় ভূতনি কবলিত মানুষের পাশে। তারা চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, মুড়ি, বিস্কুট, পাউরুটি, জল সহ বিভিন্ন ধরনের খাবার, ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন নিয়ে অসহায় মানুষ গুলোর পাশে গিয়ে দাঁড়ায়।
পরিবর্তন সংগঠনের এক সদস্য জানান, মানিকচক ভূতনি এলাকার মানুষ বড় অসহায় ভাবে সেখানে দিন পার ও খাবারের জন্য লড়াই করছে তারা। তাই আমরা খাবার দিতে গেলে তারা জোরজবস্তি নৌকা ধরে খাবার লুটপাট করছে। এটা উনাদের দোষ নয় কারণ! খাবার তারা পাচ্ছেনা তাই হয়তো আমাদের সাথে বা আর কারো সাথেই এইরকম ঘটনা ঘটাচ্ছে। তারা খিদের জ্বালা সহ্য করতে পারছেন না, সত্যি তাদের এই করুন অবস্থা দেখে আমাদের চোখে অনেকের জল চলে আসে। আমরা প্রায় ১ হাজার মানুষকে খাবার দিলাম আপনাদের সহযোগিতায়, আমরা শুধু মাধ্যমমাত্র। এখানে অনেক মানুষ সহযোগিতা করেছেন তাদেরই সহযোগিতায় আমরা ভূতনি এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারলাম। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, তারাই মানুষের পাশে দাঁড়িয়েছে তারাই আসল হিরো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct