সুব্রত রায় , কলকাতা আপনজন: হাসপাতালের বাইরে পুর-কিয়স্ক প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন,আমরা স্বাস্থ্য ভবনের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থা করেছিলাম। যাতে রোগীদের হেনস্থা না হয়। চিকিৎসকরা বলেছেন আন্দোলনের সঙ্গে তাদের সমর্থন আছে। তাই তারা অনুরোধ করেছেন, আমরা ক্যাম্প সরিয়ে নিয়েছি। মেয়র আরো বলেন, বৃহস্পতিবার
৪ ঘন্টা ধরে কোন চিকিৎসা না পেয়ে শ্রীরামপুরের ছেলেটি মারা গেল এটা ঠিক হয়নি।কিয়স্ক করতে দেব না, কিন্তু আবার রোগী মারা যাবে, এটা ঠিক নয়।
আন্দোলন করতে মানা করেনি কেউ। আমরাও চাই যে মৃত্যুদণ্ড হোক। কিন্তু যে মারা গেছে আমার মেয়ের বয়সী অত্যন্ত দুঃখজনক। কিন্তু তার জন্য আরও দশটা লোক মারা যাবে এটা ঠিক নয়। এর পরও আমরা যখন কিয়স্ক করছি সেটায় অবজেকশন দেওয়া হচ্ছে, এটাও ঠিক নয়।
শ্রীরামপুর হাসপাতালে পরিকাঠামো প্রসঙ্গে মেয়রের মন্তব্য,অবশ্যই শ্রীরামপুর থেকে আরজি কর অনেক ভালো পরিকাঠামো। এটা অস্বীকার করা যায় না।
কিয়স্ক কি তুলে নেওয়া হল?
এই প্রশ্নের উত্তরে মেয়র বলেন,কিয়স্ক আমরা এখনো তুলিনি। তবে আপাতত বন্ধ করে রাখা হয়েছে। এভাবে পেশেন্ট যদি মরতে থাকে তাহলে আবার কিয়স্ক চালু করতে হবে।উজ্জয়িনীতে ধর্ষণের পর ছবি তোলা প্রসঙ্গে মেয়র বলেন,কলকাতার সঙ্গে তফাৎ যে বাইরে মজা নেওয়া হয়। ফুটপাতে ধর্ষণ হচ্ছে। ছবি তোলা হয়। সেই মেয়েটার মা-বাবার কি অবস্থা!মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই সারাদেশে আইন কড়া করার জন্য আহ্বান জানান। এটার প্রতিকার হওয়া দরকার।
কারো ক্ষমতা হলো না ওই ছেলেটাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার? শুধু মোমবাতি জ্বালিয়ে ঘুরলে হবে না। সারা ভারতবর্ষ জুড়ে যা হচ্ছে। ওদের নিজের বাড়ির মেয়ের সঙ্গে এটা ঘটলে কি ভিডিও তুলতো? প্রশ্ন মেয়রের।
রাজ্যপালের বিল প্রশ্ন নিয়ে
মেয়র বলেন,এটা মুখ্য সচিব দেখছেন। এটা রাজ্যপালের বিষয়। কি নোট দিয়েছেন আমি জানিনা। এটা নিয়ে আমি কিছু বলবো না।
রাষ্ট্রপতির কাছে গেছে শুনেছি,তারপর আমি জানিনা।
আমার স্থির বিশ্বাস রাষ্ট্রপতি একজন মহিলা। তিনি সম্মতি দেবেন।নির্মল ঘোষ এর ভাইরাল ভিডিও বলছে বিজেপি।এগুলো হচ্ছে নাটক। এগুলো হচ্ছে কাহিনী। তদন্ত সঠিকভাবে হোক এবং দোষীর চূড়ান্ত শাস্তি হোক। কে কার সঙ্গে দেখা করেছে, কে টাকা দিয়েছে, কে ভিডিও তুলেছে , এগুলো কাহিনী। শুনতে ভালো লাগে; চর্চা ভালো লাগে। আদালত যখন শুনবে তখন তার কোন মূল্য থাকবে না।
কলকাতা পুলিশের ভূমিকা প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য,
বেশিরভাগটাই প্রেস ক্রিয়েটেড। মিডিয়ায় শুনেছি সিবিআই চার্জশিটে রয়েছে ওই একটি ছেলেই করেছে। তাকে তো কলকাতা পুলিশই ধরেছে। তাহলে বাঁচানোর প্রশ্নটা আসছে কোথায়?
এগুলো হচ্ছে স্টোরি তৈরি করে কিছুদিন বাজার গরম রাখার জন্য ।সন্দেশখালীর মত।গ্লোবাল প্রতিবাদে সামিল
হবেন চিকিৎসকরা। ফিরহাদ হাকিম বলেন,আন্দোলনে আমাদের সমর্থন আছে। বাকি বিষয়টা দল দেখবে। তবে সব জায়গায় তো যাওয়া সম্ভব নয়।
কুনাল ঘোষ এর পোস্ট প্রসঙ্গে মেয়রের মন্তব্য,
এটা দল থেকে বলবে।আমি কিছু বলবো না।ডেঙ্গির অবস্থা প্রসঙ্গে মেয়রের মন্তব্য,এবার দেরি করে বর্ষা এসেছে। বর্ষা বন্ধ হলে এক মাস খুব বিপজ্জনক ডেঙ্গির জন্য। কলকাতা পৌরসভার ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক আছে।
গত বছর থেকে ডেঙ্গি ৮৩ শতাংশ কম হয়েছে।
ম্যালেরিয়া গত বছরে এই সময়ে সংখ্যা ছিল ৪৫৪৬ জন আক্রান্ত। আর এ বছরই সেই সংখ্যাটা কমে হয়েছে ২১৬৯। ৫৩ শতাংশ ম্যালেরিয়া কম হয়েছে এই বছর, দাবি মেয়রের।