আপনজন ডেস্ক: বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা লোকসভার বিজেপি সাংসদ জগদম্বিকা পালের সঙ্গে বৈঠক করল জামাআতে ইসলামী হিন্দ। জামাআতের সর্বভারতীয় সভাপতি সৈয়দ সা’দাতুল্লাহ হুসাইনির নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ওয়াকফ সংশোধনী বিল-২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট বিলের বিরোধিতা করেন তাঁরা।শুক্রবার জামাআতের মারকাযী প্রতিনিধিদলে ছিলেন সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হোসায়েনি, সহ-সভাপতি অধ্যাপক ড. সেলিম ইঞ্জিনিয়ার, কেন্দ্রীয় সেক্রেটারি আমিনুল হাসান, আব্দুর রফিক সহ মোট ৬ জন কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁরা ইতিমধ্যেই লোকসভায় পেশ হওয়া ওয়াকফ বিল সম্পর্কে জেপিসি চেয়ারম্যানের সামনে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কারণ, এটি দেশজুড়ে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তির স্বায়ত্তশাসন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বড় রকমের হুমকি বলে উল্লেখ করেন জামাআত নেতারা। বিষয়টিকে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলেও জানান তাঁরা। সর্বোপরি নরেন্দ্র মোদির ওয়াকফ বিল নিয়ে আপত্তির কথা সাংসদ জগদম্বিকা পালকে সাফ জানিয়ে দিয়ে আসেন তাঁরা। উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে আনা বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় দেশজুড়ে বিভিন্ন মুসলিম সংগঠনের সঙ্গে কথা বলছেন জামাআত নেতারা। পাশাপাশি ওয়াকফ বিলটিকে যৌথথ সংসদীয় কমিটিতে পাঠানোয় সংশ্লিষ্ট কমিটির সদস্যদের বৈঠক করছেন জামাআতের বিভিন্ন রাজ্যের শীর্ষনেতারা।
জানা গিয়েছে, সবশেষে জামাআতে ইসলামী হিন্দের তরফে কেন্দ্রীয় প্রতিনিধিদল দিল্লিতে যৌথ সংসদীয় কমিটির সকল সদস্যের সঙ্গে এক টেবিলে মুখোমুখি বৈঠকে বসবেন তাঁরা।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এবং মুসলিম সংগঠনগুলোর তরফে অভিযোগ করা হয়েছে যে, ওয়াকফ সংশোধনী বিল এনে মূলত দেশের বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তিকে কুক্ষিগত করতে চাইছে কেন্দ্র সরকার ও বিজেপি দল। তাছাড়া ওয়াকফ বোর্ডে দুজন অমুসলিম প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে বিলটিতে। এতে বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে, মুসলিমদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা সংক্রান্ত বোর্ডে অমুসলিমদের ঢুকিয়ে পুরো বিষয়টিকে সাম্প্রদায়িক চেহারা দিতে চাইছে মোদি সরকার। প্রশ্ন উঠছে, হিন্দুদের দেবোত্তর সম্পত্তি কিংবা শিখ, পাঞ্জাবী, খ্রিস্টান, বৌদ্ধদের ধর্মীয় সম্পত্তি, উপাসনালয় ইত্যাদির পরিচালন বোর্ড বা কমিটিতে দেশের কোথাও মুসলিম প্রতিনিধি রাখা হয় না। অথচ মুসলিমদের ওয়াকফ বোর্ডে কেন অমুসলিম বা হিন্দু প্রতিনিধি ঢোকানোর পাঁয়তারা করছে কেন্দ্র সরকার। এমতাবস্থায় খোদ কেন্দ্রের এনডিএ সরকারের জোটশরিক নীতীশ কুমারের জেডিএস, চন্দ্রবাবু নাইডু টিডিপি, চিরাগ পাসোয়ানের এলজেপি-র মতো দলগুলোও ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করায় বাধ্য হয়ে যৌথ সংসদীয় কমিটিতে পাঠায় কেন্দ্র সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct