আপনজন: হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রোর সময়সূচির পরিবর্তন ঘটানো হয়েছে। রবিবার আরও বেশি রাত পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে মিলবে মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে সোমবার থেকে শনিবার পর্যন্ত এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান গামী প্রথম ট্রেনের সময়সূচীতে কোন পরিবর্তন আনা হয়নি। তবে সকালের প্রথম হাওড়া ময়দান থেকে স্পেনের দিকে যে মেট্রোটি আসবে সেটি সকাল সাতটার পরিবর্তে সকাল ৭ঃ১০ মিনিটে ছাড়বে। দুদিকের দিনের শেষে মেট্রো সূচিতে পরিবর্তন হয়েছে। এখন থেকে সোম থেকে শনিবার এসপ্ল্যানেড অর্থাৎ ধর্মতলা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ন’টা বেজে ৫৬ মিনিটে আর হাওড়া ময়দান থেকে বিপরীতমুখী ট্রেনটি আসবে ৯টা বেজে ৪৬ মিনিটে ওই স্টেশন ছেড়ে। রবিবার ছুটির দিনেও সূচিতে পরিবর্তন হয়েছে। ছুটির দিনে অর্থাৎ রবিবার হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর দুটো বেজে ১৫ মিনিটে অপরদিকে স্প্রাইট থেকে প্রথম মেট্রো ঐদিন হাওড়া ময়দান মুখী যাবে দুটো বেজে ৩০ মিনিটে। রবিবার রাতে দুদিক থেকে আগে মেট্রো পাওয়া যেত রাত পৌনে দশটা নাগাদ শেষ অবধি। কিন্তু এখন থেকে রবিবার হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৪০ মিনিটে এবং ধর্মতলা থেকে হাওড়া ময়দান মুখী ট্রেনটি ছাড়বে রাত ৯টা বেজে ৫০ মিনিট নাগাদ। কলকাতা মেট্রো রেল এর পক্ষ থেকে জানানো হয়েছিল হাওড়া ময়দান ও ধর্মতলার মধ্যে ট্রেন পরিষেবা কমানো হবে ।ব্যস্ত সময় ছাড়া অন্যান্য সময় দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো হবে। আগে এই ব্যবধান ছিল ১৫মিনিট কিন্তু বর্তমানে সকাল ৭ টা থেকে নটা সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা এবং রাত আটটা থেকে রাত নটা বেজে ৫৫ মিনিট এই সময়ের মধ্যে ব্যবধান আগের তুলনায় বাড়বে। তবে সেই সময়ের ব্যবধান কতটা বাড়বে তা এখনই জানানো হয়নি। সোমবার থেকে পরিষেবা দেওয়ার পর সে বিষয়ে পরবর্তী সূচিতে জানা যাবে বলে সূত্রের খবর। যতক্ষণ না পরবর্তী সূচি আসছে ততক্ষণ এই পরিবর্তিত সূচিতেই মেট্রো পরিষেবা ধর্মতলা ও হাওড়া ময়দানের মধ্যে জারি থাকবে বলে মেট্রো রেল সূত্রে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct