আসিফ রনি ও জাকির সেখ, বহরমপুর, আপনজন: মব লিঞ্চিং এবং সাম্প্রদায়িক সংহিতার ঘটনা যখন দেশের সম্প্রীতি সংহতি বিনষ্ট করছে তখন শান্তি-সম্প্রীতি-ঐক্য রক্ষার্থে এগিয়ে এলেন ইমাম, পুরোহিত, ফাদার, মহারাজ, শিখ গুরুরা। সম্প্রীতির বার্তা দিতে পাশাপাশি ছ’টি আসনে শুয়ে ছ’টি সম্প্রদায়ের মানুষ দান করলেন রক্ত। এমনই দৃষ্টান্তমূলক ছবি দেখা গেল মুর্শিদাবাদের বহরমপুরে।
‘অল-বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যাণ্ড চ্যারিটেবল ট্রাস্ট’ মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এবং ‘মুর্শিদাবাদ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ও সম্প্রীতি মঞ্চে’র সহযোগিতায় মুর্শিদাবাদের বহরমপুর কালেক্টরেট ক্লাব এই অভিনব সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘অল-বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টে’র জেলা সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাসের তত্ত্বাবধানে আয়োজিত ওই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দিয়ে সর্বধর্ম সমন্বয়ে রক্তদান শিবির থেকে ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হয় ছাতা ও হেলমেট। রক্তদাতাদের হাতেও সংগঠনের তরফে তুলে দেওয়া হয় চারাগাছ ও ছাতা।
অনুষ্ঠানে উপস্থিত হন ইমাম-মুয়াজ্জিন সহ সর্ব ধর্মের ধর্মগুরুরা। উপস্থিত ছিলেন প্রশাসনিক প্রধানদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও। অভিনব এই সামাজিক কর্মসূচির উদ্যোক্তাদের সাধুবাদ জানাতে বলেননি কেউই। বক্তব্য রাখতে গিয়ে সকলেই সম্প্রতির বার্তা দেন।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও আইপিএস বর্তমান বিধায়ক হুমায়ুন কবির, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, সাংসদ আবু তাহের খান, বেলুড় মঠের মহারাজ স্বামী পরমানন্দ, সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, জেলা ইমাম সংগঠনের চেয়ারম্যান মাইনুল ইসলাম, সভাপতি ওলিউল্লাহ বিশ্বাস, বঙ্গীয় সনাতন ট্রাস্টের জেলা সভাপতি প্রদীপ চক্রবর্তী, বহরমপুর চার্চের ফাদার জয়ৎপল হাসদা, জিয়াগঞ্জ সাবেক চেয়ারম্যান শিখ গুরু ধরমজিৎ সিং, সত্যসাঁই ফাউন্ডেশনের উৎপল দত্ত, কর্মাধ্যক্ষ রাকেশ সেখ প্রমুখ।
আয়োজকদের তরফ থেকে নিজামুদ্দিন বিশ্বাস জানান, ‘মুর্শিদাবাদ থেকে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে একতার বার্তা দিচ্ছি। একসাথে ছয়টি ধর্মের লোক রক্তদানে সামিল হয়েছেন যা দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা ট্রাফিক পুলিশদের ছাতা এবং হেলমেট দিয়েছি। আমাদের এই সর্বধর্মের সমন্বয় সম্প্রীতি স্থাপনের জন্য সহায়ক হবে।’
হুমায়ুন কবির মুর্শিদাবাদের পুলিশ সুপার থাকার সময়কালের স্মৃতি রোমন্থন করে এ দিন বক্তব্য রাখার সময় মুর্শিদাবাদের শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান। সকলকে সহনশীল হওয়ার পরামর্শ দেন। মঞ্চে বহু ধর্মের মানুষ একত্রে দেখে আনন্দ প্রকাশ করেন তিনি। পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, আয়োজকদের সাধুবাদ জানিয়ে সমস্ত ভালো কাজে পাশে থাকার বার্তা দেন। সংসদ আবু তাহের খানের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘মুর্শিদাবাদে আমরা মুসলিমরা সংখ্যাগুরু, সংখ্যালঘুদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। মনে রাখা উচিত আমাদের ধর্ম কিন্তু আমাদের সেটাই শিখিয়েছে।’ তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। এদিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন ধর্মগুরুরা। এদিনের অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আতিকুর রহমান, মাওলানা সাজারুল ইসলাম, হাফেজ ইউসুফ, হাফেজ জাকির সেখ, মাওলানা খাইরুল বাশার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct