আপনজন ডেস্ক: ইউরোতে ব্যর্থ হওয়া দুই ইউরোপিয়ান পরাশক্তি ফ্রান্স ও ইতালি গতকাল মুখোমুখি হয়েছিল নেশনস লিগের ম্যাচে। তবে ঘরের মাঠে খেলা হওয়ায় এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ফেবারিট ধরা হচ্ছিল ফ্রান্সকেই। মাত্র ১৩ সেকেন্ডের মধ্যে গোল করে ইতালিকে কড়া বার্তা দিয়েই শুরুটা করেছিলেন কিলিয়ান এমবাপ্পে–আঁতোয়ান গ্রিজমানরা। কিন্তু এরপরই যেন ভোজবাজির বদলে যায় সব কিছু।
পিছিয়ে পড়া ইতালি ঘুরে দাঁড়ায় দারুণভাবে এবং ম্যাচ জিতে নেয় ৩–১ গোলে।
প্যারিসে এক মিনিট পেরোনোর আগেই ব্রাডলি বারকোলার গোলে পিছিয়ে পড়ে ইতালি। ৬ মিনিটের মাথায় ডেভিড ফ্রাত্তেসির হেড পোস্টে না লাগলে সমতায় ফিরতে পারত তাঁরা। তবে শুরুর সুযোগ হাতছাড়া হলেও ৩০ মিনিটে ঠিকই ম্যাচে ফেরে ইতালি। দারুণ এক গোলে আজ্জুরিদের সমতায় ফেরান ফেদেরিকো ডিমারকো। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ৫০ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে ইতালিকে এগিয়ে দেন ফ্রাত্তেসি। এরপর ৭৪ মিনিটে গিয়াকোমো রাসপাদোরির গোলে ব্যবধান আরও বাড়ায় লুসিয়ানো স্পালেত্তির দল।
সর্বশেষ ইউরোতে দ্বিতীয় রাউন্ডেই থেমে যায় ইতালির দৌড়। সুইজারল্যান্ডের বিপক্ষে সেই হারের পর বেশ সমালোচনার মুখেও পড়তে হয় দলটিকে। তবে ফ্রান্সকে হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেল দলটি।
দলের জয় নিয়ে ম্যাচ শেষে ইতালির কোচ স্পালেত্তি বলেছেন, ‘ইতালিয়ানরা ফুটবল ভালোবাসে। সাম্প্রতিক সময় তারা বেদনাহত হয়েছিল। আমি আজ আনন্দিত। দলের ভালো পারফরম্যান্স দেখে স্বস্তি ফিরে এসেছে।’এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে চান জানিয়ে স্পালেত্তি আরও বলেছেন, ‘এখন আমরা এ পথ ধরে চলতে পারি এবং আমরা দেখেছি এই দলটা কতটা সম্ভাবনাময়।’
স্পালেত্তির আনন্দের বিপরীতে হতাশা প্রকাশ করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। দলের পারফরম্যান্স নিয়ে ফরাসি কোচ বলেছেন, ‘এটা (হার) আমাদের আহত করেছে। আমি সমালোচনায় অভ্যস্ত।
যদিও ক্যারিয়ারে আমি হারের চেয়ে বেশি জিতেছি।’
নেশনস লিগে একই রাতের অন্য ম্যাচে ইসরায়েলকে ৩–১ গোলে হারিয়েছে বেলজিয়াম। তবে তুরস্ক ও ওয়েলশের ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। আর অস্ট্রিয়া ১–১ গোলে ড্র করেছে স্লোভিয়ার সঙ্গে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct