সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় মহাবিদ্যালয় ফের বিতর্কে জড়ালো। শিক্ষক দিবস উৎযাপন অনুষ্ঠানের একটি ছবিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবসের আয়োজন করে ভাঙড় মহাবিদ্যালয়ের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ। বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর ২০২৪) মহাবিদ্যালয়ের সভাঘরে শিক্ষকদের সংবর্ধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অভিযোগ এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের ছবি পায়ের কাছে রেখে অনুষ্ঠান চালানো হয়। আতাউর হমান নামের ভাঙড়ের মরিচা গ্রামের এক বাসিন্দা এবিষয়ে “আপনজন” প্রতিনিধিকে বলেন, ‘যিনি নিজের জন্মদিন শিক্ষকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন---সেই মহান ব্যক্তির ছবি নিচে আর শিক্ষকগণ উপরে মানা যায় না।’
এদিন উপস্থিত ছিলেন ভাঙড় মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, বাহারুল ইসলামের ভাই-দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি তথা ভাঙড় মহাবিদ্যালয়ের সরকারি প্রতিনিধি সাবিরুল ইসলাম, অধ্যক্ষ ডক্টর বীরবিক্রম রায় প্রমুখ ।
বিতর্কিত বিষয় নিয়ে মহাবিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি “আপনজন” প্রতিনিধির।
অপরদিকে বিতর্কে জড়িয়েছে ভাঙড়ের কারবালা উচ্চ বিদ্যালয়, কচুয়া উচ্চ বিদ্যালয় ও পোলেরহাট উচ্চ বিদ্যালয়। গানের তালে তালে উদ্যম নাচের অভিযোগ উঠেছে। তাছাড়া শিক্ষক দিবসের মুল অনুষ্ঠানে না থেকে ছাত্রছাত্রীরা রঙ মাখামাখি করে এবং রাস্তায় ঘোরাঘুরি করে বলে অভিযোগ।
পোলেরহাট এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা আরিফ মহম্মদ মালি “আপনজন” প্রতিনিধি কে বলেন, ‘স্কুল, কলেজ, কোচিং সেন্টার গুলোতে শিক্ষক দিবসের নামে যে অপসংস্কৃতি ও নোংরামি চলছে তা মোটেও কাম্য নয়।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct