সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: না ইনি নেতাজী সুভাষ নন। প্রত্যন্ত সুন্দরবনের এক যুবক সুভাষ চন্দ্র দাস! এ এক অন্য সুভাষ! উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি কোন সরকারি চাকরি।আর সেই জন্য জীবন জীবিকা নির্বা করতেই জুতো সেলাই এর কাজে মগ্ন হয়েছেন ওই যুবক।জুতো সেলাই করে সংসার চালানো এ এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী। তবে তার জুতো সেলাই আজকের থেকেই নয়, পড়াশোনার খরচ চালাতে এক সময় কলেজে যাওয়ার সময় ট্রেনে জুতা সেলাই থেকে জুতো পালিশ করতে করতে কলেজে পৌঁছতো। এখনও রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এমএ, বিএড পাস করা সুভাষ চন্দ্র দাস। উচ্চশিক্ষিত যুবক কে এলাকায় সকলে একবাক্যেই চেনেন। সেই সূত্রে কিছু ছাত্রকে টিউশন পড়ায় সুভাষ।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে বসবাস ওই যুবকে।নুন আনতে পান্তা ফুরায়। অদম্য জেদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগ নিয়ে এমএ পাস করে। তবে জীবন যুদ্ধে হার মানতে নারাজ।সুভাষ জানায়, ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সফল সে। আইনি জটে আটকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। এবার কি তবে সুদিন ফিরবে, সেই অপেক্ষায় চাতকের মতো অধীর অপেক্ষায় প্রহর গুনছেন সুন্দরবনের হতভাগ্য উচ্চশিক্ষিত যুবক সুভাষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct