আপনজন ডেস্ক: এ মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে নাজমুল হোসেনরা খেলবেন দুই টেস্ট ও তিন টি–টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ। ১৯ সেপ্টেম্বর চেন্নাই ম্যাচ দিয়ে শুরু টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হওয়ার কথা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর টি–টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে।
তবে কানপুরে বাংলাদেশ–ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলা করার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ভারতীয় ধর্মীয় সংগঠন। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ২৭ সেপ্টেম্বর। অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় সংগঠনটি এ হুমকি দেওয়ার কারণও জানিয়েছে। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে। সেখানে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতেই বাংলাদেশ–ভারতের এ দুটি ম্যাচ বাতিলের আহ্বান জানাচ্ছে তারা।
এর আগে গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ভরদ্বাজ। ৬ অক্টোবর হওয়ার কথা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। কিছুদিন আগে ভরদ্বাজ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে...মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত–বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’
সেই হুমকিতে বিসিসিআই খুব একটা কান না দেওয়ার কারণেই হয়তো কানপুর টেস্ট নিয়ে নতুন করে হুমকি দিয়েছে দলটি। স্থানীয় গোয়েন্দা সংস্থা নতুন হুমকির বিষয়টি বিসিসিআইকে অবহিত করেছে। ভারতের সংবাদমাধ্যম মাইখেলের সূত্র জানিয়েছে, বিসিসিআই এ নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সঙ্গে কথা বলবে। এমনকি তারা দ্বিতীয় টেস্টের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার কথা ভাবছে বলেও মাইখেল খবর দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct