সুব্রত রায়, কলকাতা, আপনজন: আরজিকর কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার সন্দীপ ঘোষের নামে একাধিক সম্পত্তির খোঁজ পাচ্ছে সিবিআই। একাধিক সম্পত্তির মধ্যে একটি সম্পত্তির হদিশ পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায়।ওখানে সন্দীপ ঘোষ বিশাল একটা বাংলো বাড়ি বানিয়ে ছিলেন । নাম দিয়েছিলেন ‘সঙ্গীতা সন্দীপ ভিলা’। স্থানীয় সূত্র মারফত খবর, ওখানে উনি প্রায় যেতেন সময় কাটাতে। আনন্দ ফুর্তিও করতেন জানা গেছে। কখনো কখনো নিজের পরিবার, বাবা-মা, শ্বশুর-শাশুড়িকে নিয়েও যেতেন । আবার কখনো কখনো অনেকেই আসতেন ওনার সাথে সময় কাটাতে দিনে অথবা রাতে। বসত আনন্দ ফুর্তির আসর। উল্লেখ্য ,আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। ইতিমধ্যে গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে সিবিআই । পাশাপাশি বিপ্লব সিং কেও গ্রেফতার করেছে সিবিআই। তবে পুনরায় তার বাড়িতে তদন্তের নামল ইডি।
বাসুদেবপুরে ব্যবসায়ী বিপ্লব সিং এর বাড়িতেও হানা দেয়। জানা গিয়েছে, ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। মা তারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আরজি কর হাসপাতালে মেডিকেল ইন্সট্রুমেন্ট সাপ্লাই করত। আরজি কর মেডিকেল কলেজে ইন্সট্রুমেন্ট সাপ্লাই এর ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়ায় ইডি তদন্তে নেমেছে । পাশাপাশি সাঁকরাইলে কৌশিক কলের বাড়িতেও হানা দেয় ইডি। প্রাথমিকভাবে জানা গেছে বিপ্লব সিং এর সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে এবং মা তারা ট্রেডার্স এর সঙ্গেও যুক্ত তাই তার বাড়িতেও ইডি হানা দেয়। অন্যদিকে,”যা জানা ছিল সব বলে দিয়েছি” আটকের পর বিস্ফোরক মন্তব্য প্রসূন চট্টোপাধ্যায়ের।
ইডির হাতে আটক আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। শুক্রবার সকাল ৭ টা নাগাদ তাঁর সুভাষগ্রামের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রসূনকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct