আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার বলেছেন, সে রাজ্যের স্কুলগুলিতে ভগবত গীতা বা রামচরিতমানসের শ্লোক পাঠ করা উচিত। প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা বিভাগের রাজ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ শিক্ষকদের ট্রেড ইউনিয়নের সদস্যদের মতো আচরণ না করার পরামর্শ দেন, কারণ এটি পেশার মর্যাদার পরিপন্থী। যোগীরাজ বাবা গম্ভীরনাথ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আদিত্যনাথ বলেন, স্কুলের পরিবেশে একটা আধ্যাত্মিক মাত্রা আনার চেষ্টা করা যেতে পারে। উদাহরণস্বরূপ, সকালের সমাবেশের সময়, শ্রীমদ্ভগবত গীতা বা রামচরিতমানসের শ্লোকগুলির উপর ভিত্তি করে শিক্ষার্থীদের কাছে পাঁচ মিনিটের একটি ভাষণ দেওয়া যেতে পারে। এ ধরনের প্রচেষ্টা শিশুদের মনে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে।
শিক্ষকরা ট্রেড ইউনিয়নের সদস্যদের মতো আচরণ করতে পারেন না এবং করা উচিত নয় কারণ এটি পেশার মর্যাদার পরিপন্থী। যখনই শিক্ষকরা ট্রেড ইউনিয়নের সদস্যদের মতো আচরণ করেন, তখন তারা তাদের নিজস্ব সম্মান ও সম্মান হ্রাস করার ঝুঁকি নেন। তিনি শিক্ষকদের গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দাবিগুলি উপস্থাপন করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা দফতরের ৪১ জন এবং মাধ্যমিক শিক্ষা দফতরের ১৩ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী নিজে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
আলিগড়ের মূলচাঁদ নামে এক শিক্ষকের পায়ে চোট লেগেছিল, তাই আদিত্যনাথ মঞ্চ থেকে তাঁর কাছে হেঁটে পুরস্কার প্রদান করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ভারত বরাবরই ‘গুরু’দের (শিক্ষকদের) সম্মান দেখিয়েছে। তিনি বলেন,
আমাদের শাস্ত্রে গুরুর প্রতি শ্রদ্ধা প্রতিফলিত হয় ‘গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু’ মন্ত্র দিয়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct