নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: আবারও সামশেরগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু। এবার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৮ বছর বয়সী এক মহিলার। বুধবার সকালে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের চাচন্ড পঞ্চায়েতের নতুন লোহরপুর গ্রামে। মৃত ওই মহিলার নাম আসিয়া বিবি (৩৮)। চারদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পরেই তার মৃত্যু হয়েছে বলেই দাবি মৃত মহিলার পরিবারের সদস্যদের। যদিও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি ব্লক স্বাস্থ্য দপ্তর। মৃতের স্বামী মজিবুর রহমান জানিয়েছেন, চারদিন ধরে জ্বরে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী আসিয়া বিবি। রক্তের রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে। প্লেটলেট নেমে আসে ৯১ হাজারে। স্থানীয় একজন চিকিৎসকের কাছে চিকিৎসা করার পর তাকে সামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেও একটি বেসরকারি ল্যাবে টেস্ট করা হয়। তাতেই ডেঙ্গু ধরা পড়ে বলেই জানিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct