সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ফের কাঠ পাচার রুখতে বড়সড় সাফল্য বন দফতরের। বে আইনি কাঠ বোঝাই একাধিক লরি আটক, উদ্ধার বিপুল পরিমাণ কাঠ ।
কাঠ পাচার রুখতে ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়ার বিষ্ণুপুর বনবিভাগ। গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানার জলিঠা মোড় সংলগ্ন এলাকায় হানা দিয়ে বেশ কয়েকটি কাঠ বোঝাই লরি আটক করল বন দফতর। আটক করা হয়েছে বিপুল পরিমাণ কাঠ। কে বা কারা কোথায় এই অবৈধ কাঠ পাচার করছিল তা খতিয়ে দেখছে বন দফতর।
নিয়ম অনুযায়ী প্রতি বছর ১৫ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বর গাছ কাটার কোনো অনুমতি দেয়না বন দফতর। এই একমাস বন্ধ থাকে গাছ কাটার কাজও। কিন্তু তার মাঝেই গাছ কেটে অন্যত্র পাচার করা হচ্ছিল লরি লরি কাঠ। গতকাল বিশেষ সূত্রে সেই খবর পৌঁছায় বাঁকুড়ার বিষ্ণুপুর বন বিভাগে। এরপর বন বিভাগের আধিকারিকরা জয়পুর ও কোতুলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেয় কোতুলপুর থানার জলিঠা মোড় সংলগ্ন এলাকায়। সেখান থেকে আটক করা হয় কাঠবোঝাই ২ টি ১৪ চাকার লরি ও ১ টি ১২ চাকার লরিকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct