নিজস্ব প্রতিবেদক, বাসন্তী, আপনজন: গত ২৭ আগস্ট মঙ্গলবার বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার চরখি দাদরি জেলার বাধরা গ্রামে গোমাংস রান্না করার মিথ্যা অভিযোগে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় ২৪ বছর বয়স্ক বাংলার তরতাজা যুবক পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে। ৩০ আগস্ট তাঁর মরদেহ এসে পৌঁছায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের বল্লারটপ গ্রামে।
উল্লেখ্য, নিহত সাবির মল্লিক ছিলেন নিজ পরিবারের একমাত্র উপার্জনকারী। বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী ও দুবছরের এক কন্যা সন্তান নিয়ে ছিলো তাঁর অভাবের সংসার।
এদিন শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে সাবির মল্লিকের গ্রামের বাড়িতে পৌঁছান মাওলানা সৈয়দ আরশাদ মাদানীর নেতৃত্বাধীন জমিয়তের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের প্রধান জমিয়তের রাজ্য সাধারণ সম্পাদক ক্বারী শামসুদ্দীন আহমাদ সাবির মল্লিকের পরিবারকে সংগঠনের পক্ষ হতে আর্থিক সহায়তাও প্রদান করেন। ওখানে পৌঁছে ক্বারী শামসুদ্দীন আহমাদ মিডিয়ার সামনে প্রশাসনের কাছে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবি জানান। সেই সঙ্গে তিনি আর.জি.কর এর দুঃখজনক ঘটনা নিয়ে যাঁরা আন্দোলন করছেন বাংলা ও বাঙালীর তথা মানবতার স্বার্থে মৌনতা ভঙ্গ করে তাঁদেরও সাবির মল্লিক এর জন্য প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য হাজী নাওশাদ আলী, দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়তের সহ- সভাপতি মুফতী আমীর আলী, বাসন্তী ব্লক জমিয়তের সহ সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ খান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct