জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: পশ্চিমবঙ্গ রাজ্য রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার উদ্যোগে বুধবার রাজ্যের রাবেতাভুক্ত মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষক প্রশিক্ষণ শিবির। মুর্শিদাবাদ ও নদিয়া জেলার সমস্ত রাবেতাভুক্ত মাদ্রাসার নাহু, সার্ফ ও আরবী সাহিত্য বিভাগের তিনজন করে শিক্ষক নিয়ে বেলডাঙা সরুলিয়া মাদ্রাসাতেও অনুষ্ঠিত হয়েছে শিক্ষক প্রশিক্ষণ শিবির।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার নাযিমে আ’লা মুফতি ফখরুদ্দীন আহমদ, রাজ্য দ্বীনি তালিমি বোর্ডের সভাপতি তথা নদীয়া জেলা জমিয়তের সভাপতি মাওলানা আরশাদ আলী খান, মাওলানা আব্দুল হালিম, জেলা দ্বীনি তালিমি বোর্ডের সেক্রেটারি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মানোয়ার হোসেন কাসেমী, মুফতি আব্দুল কুদ্দুস, মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, মুফতি রায়হানুল ইসলাম, জনাব ক্বারী রিয়াসতুল্লাহ , মুফতি শামিম আহমেদ, ক্বারী নুরুজ্জামান কাসেমী, মুফতি হাবিবুর রহমান, মুফতি মিজানুর রহমান, মাওলানা এনামুল হক প্রমুখ। আরবী ব্যাকরণ ও আরবী সাহিত্যে উপযুক্ত ছাত্র তৈরির উদ্দেশ্যে বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষকদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষকরা। এছাড়াও আলোচনা করা হয় যে, ছাত্রদেরকে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও দিতে হবে। বিশেষ করে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান প্রমুখ বিষয়গুলো যত্নসহকারে পড়াতে হবে। প্রত্যেক মাদ্রাসার জিম্মাদারদেরকে এলাকাভিত্তিক দশটি করে মুনাজ্জাম মক্তব প্রতিষ্ঠিত করতে হবে। রাজ্য রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়ার অধীনে এক হাজারের অধিক মাদ্রাসা রয়েছে। এদিন প্রশিক্ষণ শিবিরে নদীয়া ও মুর্শিদাবাদ থেকে প্রায় ২০০ টি মাদ্রাসার শিক্ষকগণ প্রশিক্ষণ গ্ৰহণ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct