নিজস্ব প্রতিবেদক, শিরাকোল, আপনজন: অবিভক্ত মগরাহাট বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন ডেপুটি স্পিকার, কলকাতা হাই কোর্টের বিশিষ্ট আইনজীবি, বেড়ামারা রামচন্দ্রপুর হাই স্কুল, শেরপুর রহমানিয়া হাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন সাহেব ইন্তেকাল করলেন বুধবার। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানা এলাকার শেরপুরে নিজ বাসভবনে বেলা বারোটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সময় শিক্ষা বিষয়ক মামলায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। তার মৃত্যুতে এলাকায় ও রাজ্যের সঙখ্যালঘু মহলে শোকের ছায়া নেমে এসেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct