অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ৩ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত প্রতিবেশী যুবক। বুধবার তাঁকে দোষী সাব্যস্ত করে জেলার বিশেষ পকসো আদালত। আগামী শুক্রবার দোষীর সাজা ঘোষণা করবেন বিচারক।
জানা গিয়েছে, ২০২০ সালে জানুয়ারি মাসে বালুরঘাট থানা এলাকার এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় পরবর্তীতে সেই নাবালিকা শিশুটিকে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকেরা। পরবর্তীতে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। সেই মামলাটি চলছিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে।বিচারকের নির্দেশে জেল হেফাজতেই ছিলেন অভিযুক্ত। অবশেষে এদিন ওই যুবককে দোষী সাব্যস্ত করলো আদালত।
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চ্যাটার্জি জানান, ‘পুলিশ তদন্ত করে দোষীর বিরুদ্ধে চার্জশিট দেয়। স্পেশাল কোর্টের বিচারক সরণ্যা সেনগুপ্ত অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করেন।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct