আপনজন ডেস্ক: বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম হলো মিশরের রাজধানী কায়রো। দীর্ঘ এক হাজার বছরেরও বেশি সময় ধরে শহরটি মিশরের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এবার কায়রোর ওপর চাপ কমাতে রাজধানী স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। নতুন এই রাজধানীর নাম রাখা হয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল (ন্যাক)।
জানা গেছে, কায়রো থেকে ৪৫ কিলোমিটার পূর্বে মরুভূমির মধ্যে অবস্থিত ন্যাকের আয়তন ৭৩৫ বর্গকিলোমিটার; অর্থাৎ আয়তনের দিক থেকে নতুন এই রাজধানী শহর সিঙ্গাপুর রাষ্ট্রের সমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct