মোস্তাফিজুর রহমান, কলকাতা, আপনজন: একপ্রকার অঘটনই বলা যায়।যে দলটি ডুরান্ডে বিদেশী সমৃদ্ধ বাঘা বাঘা দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে,সেই তারাই কিনা সিএফএল’এর একদম শেষে থাকা দলের বিরুদ্ধে হার স্বীকার করলো।তাও আবার ১ গোলে লিড নেওয়া অবস্থায়।
গত রবিবার বৃষ্টির জন্য স্থগিত হয়ে যাওয়া মহামেডান-মেসারার্স ম্যাচটি বুধবার ইস্টবেঙ্গল মাঠে বাকি সময়টা পুনরায় শুরু হয়।কিন্তু আশ্চর্যজনকভাবে অবনমনের আওতায় থাকা মেসারার্স ৭৬ ও ৭৭ মিনিটে পরপর দুটি গোল করে মহামেডানকে হারিয়ে দেয়।
এই হারে মহামেডানের সেরকম ক্ষতি নাহলেও, অবনমন ফাইটে অ্যাডভান্টেজ পেলো মেসারার্স ক্লাব।১২ পয়েন্ট নিয়ে কয়েকধাপ উপরে উঠে এলো তারা।
পক্ষান্তরে ১৯ পয়েন্টে গ্রুপ লিগ শেষ করলো ব্ল্যাক প্যান্থার্সরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct