সুভাষ চন্দ্র দাশ, কলকাতা, আপনজন: বুধবার নবান্ন থেকে নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উল্লেখ্য, প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের বল্লারটোপ গ্রামের যুবক সাবির মল্লিক (২৬) রুটি রুজির টানে হরিয়ানাতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানে গোরক্ষকদের হাতে গত ২৭ আগস্ট মর্মান্তিক ভাবে মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের।
এই ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের তরফে ওই পরিবারের পাশে দাঁড়ান হয়েছে। ওই অসহায় পরিবারকে গত কয়েক দিন আগে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তিনি সেই নির্দেশ দেওয়ার পরেই পরিবারের কাছে সাবির মল্লিকের স্ত্রীর বায়োডাটা চাওয়া হয়। সোমবার সাবির মল্লিকের স্ত্রী সাকিলা সর্দার মল্লিক ও তাঁর আত্মীয় স্বজনরা কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির কার্যালয়ে সেই বায়োডাটা জমা করে যান। শুধু বায়োডাটাই নয়, সাকিলা তাঁর স্বামীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা এবং পরিবারের অসহায় অবস্থার কথা জানিয়ে একটি দরখাস্তও দেন মুখ্যমন্ত্রীকে। সুত্রের খবর বুধবার নবান্নে মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী সাকিলা সর্দার মল্লি কে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সাকিলা তার আড়াই বছরের কন্যা সানিয়াকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন নবান্নে। সাথে ছিলেন বাসন্তী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা সমাজসেবী শ্রীদাম মন্ডল। মুখ্যমন্ত্রী মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে দেখা করেন।ছোট্ট সানিয়া কে আদর করেন।পরে মুখ্যমন্ত্রী মৃতের স্ত্রীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। জানা গিয়েছে বাসন্তী ব্লকে ভূমি এবং ভূমি সংস্কার দফতরে এক বছরের জন্য অ্যাটেনডেন্ট এবং পরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে। স্বভাবতই মুখ্যমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেয়ে খুশি মল্লিক পরিবার। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন সাকিলা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct