সেখ আব্দুল আজিম, হুগলি, আপনজন: হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে “সাইবার পাঠশালা” শিবির ক্যাম্প করা হয় হরিপালের একটি সভা কক্ষে। হরিপাল, তারকেশ্বর ও সিঙ্গুর ব্লকের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকরা এই সচেতন মূলক কর্মসূচি তে অংশ গ্রহন করেন। মূলত অনলাইন লেনদেনে প্ৰতরণা, সমাজ মাধ্যমে প্ৰতরণা, লোন দেওয়ার নামে প্ৰতরণা, প্রলোভন মূলক ফোন কল ,আঁধার জালিয়াতি সহ একাদিক বিষয়ে সাইবার প্ৰতরণা কিভাবে হয় এবং প্ৰতারণা হওয়ার আগে পযন্ত কি কি করা উচিত প্রত্যকেটি বিষয়ের উপর হাতে নাতে শেখানো হয় ছাত্র ছাত্রী থেকে অভিভাবক দের। তিন দিন ধরে চলবে এই কর্মসূচি। সাইবার পাঠশালা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার সহ কামনাশীষ সেন সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ অফিসার থেকে পুলিশ কর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct