নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: মালদায় সম্প্রতি অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে ওয়াকফ সম্পত্তি, হজ সচেতনতা, এবং অন্যান্য সামাজিক বিষয়ে আলোচনা করা হয়। মালদা জেলার কয়েকশো ইমাম ও মুয়াজ্জিনগরের উপস্থিতিতে, সভায় শিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ, টিকাকরণের গুরুত্ব, এবং ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় বক্তারা জোর দিয়ে বলেন, জাতি ও ধর্ম নির্বিশেষে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তারা আরও জানান, মুসলিম সমাজকে শিক্ষিত করতে এবং সচেতন করতে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়াও, ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং হজ যাত্রায় অংশগ্রহণকারীদের জন্য সচেতনতা শিবির আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন এই ইমাম এসোসিয়েশনের সভাপতি মোঃ বাকীবিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সহ আরো অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct