সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: বৃষ্টির জল গড়াকে কেন্দ্র করে গত ১৬ ই আগস্ট দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ হয়। ঘটনাস্থলে পুলিশ এসে বিবাদ বন্ধ করে। পরবর্তীতে সুযোগ বুঝে প্রতিবেশীকে রাস্তায় ধরে বেধড়ক মারধর করে অপর প্রতিবেশী সহ তার দলবল। রবিবার চিকিৎসাধীন অবস্থায় কলকাতার হাসপাতালে জাহাঙ্গীর শেখ(৪৪) এর মৃত্যু হয়। মঙ্গলবার মৃতদেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।
অভিযোগ, গত আগস্ট মাসের ১৬ তারিখ বৃষ্টির জল গড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর শেখের সঙ্গে তার প্রতিবেশী আলী হোসেনের বিবাদ বাঁধে। জাহাঙ্গীর সহ তার ছেলেকে মারধর করে তারা। পুলিশ এসে তাদের বিবাদ বন্ধ করে।
পরবর্তীতে ১৮ই আগস্ট ভগবানগোলা থানা এবং ব্যাঙ্কে কাজ সেরে বাড়ি ফেরার সময় রাস্তায় একা পেয়ে জাহাঙ্গীরের উপর হামলা চালায় আলী হোসেন সহ তার দলবল। পথমধ্যে তাকে বেধড়ক মারধর করা হয়। গোপনাঙ্গে সজোরে আঘাত করার হয় বলেও অভিযোগ।
জাহাঙ্গীরকে উদ্ধার করে কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার মৃত্যু হয় তার। ময়নাতদন্তের পর মঙ্গলবার সকালে মৃতদেহ ভগবানগোলার বাড়িতে পৌঁছায়। থানায় অভিযোগ দায়ের করার পরেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করায় ক্ষোভে ফেটে পড়ে মৃতের আত্মীয়রা।
মৃতের দাদা আলিম শেখ বলেন, ‘পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এত বড় ঘটনার পরেও এখনও পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার করুক।’
মৃতের ছেলে আলমগীর করিম বলেন, ‘আগের দিন আমাকে মারধর করে তারা। পরের দিন বাবাকে সুযোগ বুঝে বেধড়ক মারধর করে। মার খেয়ে বাবা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত করছছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct