সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসক খুনের ঘটনায় সমগ্র রাজ্যজুড়ে উত্তাল। খুনের বিচার তথা ধর্ষকের ফাঁসির দাবিতে দল-মত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিনিয়ত রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল ধরনা ইত্যাদি কর্মসূচির মধ্যে প্রতিবাদে সোচ্চার। অনুরূপ মঙ্গলবার রামপুরহাট মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে গণমিছিলের ডাক দেন।সেই প্রেক্ষিতে এদিন বিকেলে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।প্রতিবাদ মিছিলে রামপুরহাট শহরের সাধারণ মানুষজনও অংশগ্রহণ করেন । মিছিলটি পাঁচ মাথায় এসে শেষ হয়। সেখানে মানববন্ধনে আবদ্ধ হলে পাঁচমাথা মোড় অবরুদ্ধ করে দেয়া হয়। এর ফলে কিছুক্ষণ রাস্তায় যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের পথ চলাচল বন্ধ হয়ে যায়।পাশাপাশি ধর্ষক, অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ঘটনায় যারা জড়িত এরূপ তিনটি প্রতিকী হিসেবে পাঁচমাথা মোড়ে তিনটি কুশ পুতুল দাহ করা হয়। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বক্তব্য যে প্রতিটি মেডিকেল কলেজের মধ্যে যে থেড সেন্ডিকেট তা ভাঙতে হবে। রামপুরহাট মেডিকেল কলেজ দিচ্ছে ডাক, থ্রেড কালচার নিপাত যাক। বহু দূর্নীতির তথা আর্থিক তছরূপ অভিযোগে সিবিআই এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। একজন ক্রিমিনাল কখনো ডাক্তার হতে পারে না বলে জুনিয়র ডাক্তারদের বক্তব্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct