আজিজুর রহমান, গলসি, আপনজন: পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গোটা চত্বর পরিস্কার করলো স্থানীয় একদল যুবক। তারা সবাই পুরসা গ্রামের বাসিন্দা। সকালে ঝাটা, কাস্তে, স্প্রে মেশিন নিয়ে হাসপাতাল চত্বরে হাজির হন কুড়ি বাইশ জন যুবক। তারপর অপরিষ্কার জায়গা গুলি ঝাঁটা দিয়ে পরিস্কার করার পাশাপাশি স্প্রে মেশিন দিয়ে মাধ্যমে কীটনাশক প্রয়োগ করেন। রুগি ও রুগির আত্বীয় পরিজনদের সুবিধার্থে পুকুরের পাশে থাকা শৌচালয়ে যাবার রাস্তাও পরিস্কার করতে দেখা যায় তাদের। ডেঙ্গু সহ বিভিন্ন পতঙ্গবাহী রোগ প্রতিরোধ করতে হাসপাতালে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। যুবকদের কাজ দেখে উৎসাহিত হয়ে হাত লাগান হাসপাতাল কর্মী সহ কয়েকজন টোটো চালক।
যুবক আফরোজ মন্ডল বলেন, পুরসা যুবক সমাজ বন্ধু নামক সংগঠন থেকে আমরা এসেছি। দীর্ঘদিন ধরে দেখছি হাসপাতাল অপরিষ্কার আছে। কিছু কিছু জায়গায় জল জমছে। সেগুলি আমরা পরিস্কার করলাম। কিছুদিন পর আবার পরিস্কার করবো। হাসপাতালকে ভালবাসি তাই পরিষ্কার করছি। হাসপাতালের বিএমওএইচ ডাঃ পায়েল বিশ্বাস বলেন খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে পুরসার যুবকরা। তাদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই। ওই কাজের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct