সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী, আপনজন: হরিয়ানায় নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ দোলা সেন। হরিয়ানায় গো মাংস খাওয়ার অভিযোগে বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিক কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বাংলার পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে অসহায় হয়ে পড়েন তার পরিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসক দল তৃণমূল ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আর সেই মতোই মঙ্গলবার দুপুরে পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সাংসদ দোলা সেন। তিনি মৃতের পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর তিনি বলেন, মৃতের পরিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর সম্পূর্ণ ভরসা রেখেছেন। ওই পরিবারের একজন সদস্যের কাজের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু বিজেপি শাসিত ‘ডবল ইঞ্জিন’ সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে , সেই সব রাজ্যেই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। এই নিয়ে রাজ্যসভায় একটি আইন আনা দরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct