নিজস্ব প্রতিবেদক, বাসন্তী, আপনজন: গত ২৭ আগষ্ট হরিয়ানার চাখরি এলাকায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত বল্লারটোপ গ্রামের বাসিন্দা সাবির মল্লিককে গোমাংস রান্না করার কথিত অভিযোগে হত্যা করে গোরক্ষকরা।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ জামাআতে ইসলামী হিন্দের একটি প্রতিনিধিদল বল্লারটোপ গ্রামে নিহত সাবির মল্লিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে। সাবির মল্লিকের স্ত্রী শাকিলা বিবি, বাবা আবদুল কাদের গাজী, শ্যালক সুজাউদ্দিনের সাথে কথা বলেন জামাআত নেতৃত্ব। প্রতিনিধিদলে ছিলেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মসিউর রহমান, রাজ্য সম্পাদক আব্দুর রহিম, সুজাউদ্দিন আহমেদ, দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি সানোয়ার আলী পৈলান, আব্দুস সেলিম মোল্লা, সাহাবুদ্দিন তরফদার প্রমুখ। পরিবারের সকলের একটাই দাবি এই অন্যায়ের আমরা বিচার চাই, ইনসাফ চাই আমরা। নিহতের বাবা আবদুল কাদের গাজী পরিষ্কার জানালেন, আমার ছেলের কোনো অপরাধ ছিল, সে নির্দোষ ছিলো অথচ তাকে হত্যা করা হয়েছে। একই বক্তব্য একসঙ্গে হরিয়ানায় থাকা শ্যালক সুজাউদ্দীনের।
জামাআতে ইসলামী হিন্দের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। জামাআতের পক্ষ থেকে সাবিরের স্ত্রীর হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সাধারন সম্পাদক মসিউর রহমান বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সাম্প্রদায়িক গোষ্ঠী খুবই পরিকল্পিত ভাবে গোটা দেশজুড়ে যে হিংসা, হত্যাযজ্ঞ চালাচ্ছে এটি তার অংশ। মসিউর রহমান দাবি করেন, রাজ্য সরকার পরিবারের পাশে থেকে আইনি সাহায্য প্রদান করুক যাতে সাবিরের খুনিরা শাস্তি পায়। হরিয়ানার সরকারের উপরে চাপ প্রয়োগ করতে হবে যাতে কোনো অপরাধী রেহাই না পায়। তিনি আরো দাবি জানান, সেই সঙ্গে পরিবারটিকে আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি নিহত সাবির মল্লিকের স্ত্রীকে সরকারি চাকরি দিতে হবে। যারা রুটি-রুজির টানে ভিনরাজ্যে কাজ করছেন তাদেরও নিরাপত্তার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct