সাবের আলি, সালার, আপনজন: সালারে এক সিভিক ভলেন্টিয়ার নিজের প্রাণ দিয়ে বাঁচালেন পুলিশ অফিসারের প্রাণ। ঘটনা মুর্শিদাবাদ জেলা সালার থানার অন্তর্গত সালার অফিসপাড়ার। পরিবার সূত্রে জানা যায় ওই সিভিক ভলেন্টিয়ার এর কর্মস্থল ছিল নিউ টাউনশিপ থানা - দুর্গাপুর ২০ আগস্ট ভোর রাতে একটি গাড়িকে রিকভার করতে যায় ওই থানার পুলিশ সাথে ছিল ৩৫ বছরের শফিকুল আলম গাড়ি রিকভার করার সময় তাদের সামনে হঠাৎ করে চলে আসে একটা ডাম্পার গাড়ি জানা যায় ওই ডাম্পার চালক ছিল ঘুমন্ত অবস্থায় হঠাৎ পুলিশের লাইট দেখে তার নিয়ন্ত্রণ হারিয়ে যাই। রাস্তার এক পাশে ছিল পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়ার শফিকুল আলম। শফিকুল আলম তখন দেখতে পাই যে ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অফিসারের দিকে আসছে সিভিক ভলেন্টিয়ার বিপদ বুঝেই লাফ মারে অফিসারকে সঙ্গে নিয়ে অফিসার তখন এক নিরাপদ আশ্রয় গিয়ে পড়ে। আর সিভিক ভলেন্টিয়ার শফিকুল আলম ডাম্পার গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে সেখানে লুটিয়ে পড়ে সিভিক ভলেন্টিয়ার শফিকুল আলম। যদিও ডাম্পার গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও দুর্গাপুর থানার প্রচেষ্টায় সেই গাড়িটিকে ধরতে সফল হয়। আর এদিকে শফিকুল আই সি ইউ তে নিজের জীবনের সাথে যুদ্ধ করেও দশ দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শফিকুলের পরিবারে আছে তার স্ত্রী ও এক ৬ বছরে কন্যা সন্তান। আজ অর্থাৎ রবিবার তার নিথর দেহ সালারের বাড়িতে এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবার থেকে প্রতিবেশী সবাই। এই ঘটনায় শোকের ছায়া গোটা সালার জুড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct