মোহাম্মদ জাকারিয়া, রায়গঞ্জ, আপনজন: উত্তর দিনাজপুর জেলার করণদিঘীতে মঙ্গলবার দুপুরে এক নাটকীয় ঘটনার সাক্ষী হলো সবাই, যখন সিপিআইএমের কৃষকসভা অর্থাৎ সারা ভারত কৃষক সভার উদ্যোগে এক কৃষক মিছিল করণদিঘী ভূমি রাজস্ব দপ্তরের (বি এল আর ও অফিস) সামনে পৌঁছে ব্যারিকেড ভেঙে ফেলে। চাষার বেটাদের একত্রিত শক্তির সামনে পুলিশ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে থাকে, আর সেই সুযোগেই রহুল আমিন, ভাষ্কর দাস, সুফল হাঁসদা, চন্দন দাসের নেতৃত্বে মিছিলটি ব্যারিকেড ভেঙে অফিসের সামনে পৌঁছে যায়।
মিছিলের উদ্দেশ্য ছিল ভূমি রাজস্ব দফতরের অব্যবস্থার বিরুদ্ধে গণ ডেপুটেশন জমা দেওয়া, যা আগে থেকেই নির্ধারিত ছিল।
করণদিঘী থানার সামনে থেকে শুরু হওয়া এই মিছিলের নেতৃত্বে ছিলেন আনোয়ারুল হক, সুরজিৎ কর্মকার, উত্তম পাল, এবং মৈনুল হক। মিছিলকারীরা দাবি তুলেন, জমির রেকর্ডে চলছে দালালদের দৌরাত্ম্য, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।
চাষীদের এই সাহসী পদক্ষেপ শুধু তাদের বঞ্চিত অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিকে এক ধাপ নয়, বরং এটি ছিল প্রশাসনিক অব্যবস্থার বিরুদ্ধে এক প্রতিবাদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct