নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মধ্য চাচন্ড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ তৎপরতা ব্লক প্রশাসনের। মঙ্গলবার সকাল থেকে মধ্য চাচণ্ড গ্রামের অলিগলিতে জমা জল, ড্রেন গুলোতে স্প্রে করা হয়। পাশাপাশি আশা কর্মী এবং আইসিডিএস কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতনতার বার্তা দেন।
এসময় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মৈমুর শেখ ওরফে সিধু, পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম, চাচন্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য ওশিকুল আলম, বদরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন চাচন্ড পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে সচেতনতা করার পাশাপাশি ডেঙ্গু নিধন করতে স্প্রে করা হয় প্রশাসনের পক্ষ থেকে। জঞ্জাল পরিষ্কার করে মানুষকে ডেঙ্গু, ম্যালেরিয়া থেকে সাবধান বাণীও প্রদান করা হয়। জ্বর হলেই স্থানীয় আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করে বিনামূল্যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া টেস্ট করার ব্যাপারেও বার্তা দেয়া হয় সাধারণ মানুষকে। উল্লেখ্য, বেশকিছুদিন ধরেই সামশেরগঞ্জের মধ্যচাচন্ড গ্রামে ডেঙ্গু আক্রান্ত এর সংখ্যা বেড়েই চলেছে। জনমানসে আতঙ্ক ছড়াচ্ছে ক্রমশ। অনেকেই জ্বর হলে কোথায় যাবেন কিংবা কিভাবে রক্ত পরীক্ষা করাবেন বুঝে উঠতে পারেন না। অনেকেই আবার টাকার জন্য রক্ত পরীক্ষা করাতে পারেন না। এদিন এজন্যই মূলত বাড়ি বাড়ি স্প্রে করানোর পাশাপাশি মানুষকে সচেতনতা বার্তা প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct