বাইজিদ মণ্ডল, কলকাতা, আপনজন: হরিয়ানার চরখি দাদদিতে দিন কয়েকআগে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক বাসন্তীর সাবির মল্লিককে গোমাংস রান্নার কথিত অভিযোগে গোরক্ষকরা পিটিয়ে হত্যা করে। তার প্রতিবাদে আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ দলের পক্ষ থেকে কলকাতা ধর্মতলায় গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ এর আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকী জানান, এক সপ্তাহের মধ্যে পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। না হলে শ্রম দফতরর ঘেরাও করা হবে বলে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট (আইএসএফ) চরম হুঁশিয়ারি দিল। এদিন বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী হরিয়ানায় গো রক্ষা সমিতির হাতে গণপ্রহারে নিহত সাবির মল্লিকের পরিবারের প্রতি রাজ্য সরকার দায়সারা মনোভাবের কঠোর সমালোচনা করে বলেন, এখনো পর্যন্ত হরিয়ানায় রাজ্য সরকারের কোন প্রতিনিধি পাঠানো হয়নি। পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি যে বোর্ড আছে, তাদেরও কোন ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। পরিবারকে একটা চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সেই চাকরি স্থায়ী নাকি অস্থায়ী, সেটা বলা হচ্ছে না, এটা রাজ্য সরকারকে সুষ্পষ্টভাবে বলতে হবে। পরিযায়ী শ্রমিক হত্যা ছাড়াও আর কর কাণ্ডের তরুণী ইন্টার্ন ডাক্তার হত্যারও তীব্র প্রতিবাদ জানা নো হয়।
এদিন নওশাদ সিদ্দিকী ছাড়াও বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য সাহাবুদ্দিন গাজী। তিনি বলেন, সংখ্যালঘুদের আবেগকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী এই সমাজটাকে ভোটব্যাঙ্ক হিসেবে কাজে লাগাচ্ছেন। অথচ বিপদের সময় হাত গুটিয়ে বসে থাকেন। এই অবস্থান বিক্ষোভ থেকে আরজিকর কান্ডের দ্রুত বিচারের জন্য সোচ্চার হয়।এই বিক্ষোভ অবস্থানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য কুতুবুদ্দিন ফাতেহী, আবদুল মালেক মোল্লা ছাড়াও সাহাদাত শাহ্, সুফিয়া বেগম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন পার্টির রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন মাহিউদ্দিন আহমেদ মাহী, মুসা কালিমুল্লাহ, বাহাউদ্দীন সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct