নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: হরিয়ানায় গোরক্ষকদের হাতে নিহত বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের হত্যাকারীদের শাস্তির দাবিতে মঙ্গরবার কলকাতার হরিয়ানা ভবনে বিক্ষোভ দেখাল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। উল্লেখ্য, গত ২৭ আগস্ট হরিয়ানার চরখি দাদদিরে গোরক্ষকরা গোমাংস রান্নার কারর সন্দেহে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বল্লারটোপ গ্রামের পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে হত্যা করে। মঙ্ঘরবার তারই প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে কলকাতায় অবস্থিত হরিয়ানা ভবন ঘেরাও করে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। এদিনের ঘেরাও অভিযানে সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, দেশজুড়ে গোরক্ষার নামে বাঙালি মুসলিম শ্রমিকদের উপর বর্বর নির্যাতন ও হত্যা পর্যন্ত করা হচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য গলিতে এইধরনের অত্যাচারের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। আমরা এই ধরনের গেরুয়া তাণ্ডবের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ঘেরাও ও অবস্থান-বিক্ষোভে দাবি তোলা হয় হরিয়ানায় গোরক্ষকদের হাতে নিহত সাবির মল্লিকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি
দিতে হবে। হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। গোরক্ষার নামে দেশজুড়ে মুসলিমদের উপর হামলা বন্ধ করতে হবে। গোরক্ষার নামে গেরুয়া তাণ্ডব বন্ধ করতে পার্লামেন্টে গণপিটুনি বিরোধী আইন প্রণয়ন করতে হবে এবং দেশে গোরক্ষা বাহিনী নিষিদ্ধ করতে হবে।
এদিন বিক্ষোভ থেকে মহারাষ্ট্রে ট্রেনে বৃদ্ধ হাজি সাহেবের উপর অত্যাচারকারীদের শাস্তির দাবিও জানানো হয়।
বিক্ষোভে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন কাসেমী বলেন, বিজেপির হিংসার রাজনীতির জন্য দেশজুড়ে এই গেরুয়া সন্ত্রাসীদের উপদ্রব বেড়েছে, অবিলম্বে বিজেপির নেতাদের হিংসাত্মক ধর্মীয় মেরুকরণের রাজনীতি বন্ধ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সম্পাদক শিক্ষক আলি আকবর, গোলাম রহমান, মুসতাহিদ ইসলাম, জিয়াউর রহমান গাইন, মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব খলিল মল্লিক, সালাউদ্দিন আহমেদ, শিক্ষক আব্দুর রউফ, নাসির উদ্দিন ঘরামী, মুহাম্মদ ফাকিরুদ্দিন, মোহাম্মদ আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিক্ষোভ সভা থেকে হরিয়ানা ভবনে হরিয়ানার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct