আপনজন ডেস্ক: আইসিসি সিইও জিওফ আ্যলার্ডাইস, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ২০২৫ সংস্করণের তারিখ ঘোষণা করেছেন। যা ক্রিকেট ক্যালেন্ডার-এ একটি অত্যন্ত প্রত্যাশিত ইভেন্ট হয়ে উঠেছে। লর্ডস প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজন করবে। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডে। মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই ঘোষণা দেয়। এর আগে গত বছরের জুনে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারে ভারত। পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু নিয়ে আপত্তি তোলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। গত বছরের ১১ই জুন অজিদের সঙ্গে হারের পর ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে রোহিত বলেন, ‘শুধু ইংল্যান্ডে কেন ফাইনাল হবে। অন্য দেশেও তো ফাইনাল হতে পারে।’ তবে অন্য দেশে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দাবি মানেনি আইসিসি। গত দু’বার টেস্ট বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ইংল্যান্ডের ওভালে। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে সেই ইংল্যান্ডেই, তবে এবার হবে লর্ডসে। আইসিসি জানায়, ১১ই জুন থেকে ফাইনাল খেলা শুরু হবে। পাঁচ দিনের খেলা শেষ হবে ১৫ই জুন। ১৬ই জুন রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস আশা করছেন, এবারও স্টেডিয়াম ভরে যাবে দর্শকে। জিওফ বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। যে দুই দেশ ফাইনালে খেলে, তাদের বাইরে অন্য দেশের সমর্থকেরাও এই খেলা দেখতে যান। এবারও সেই দৃশ্যই দেখা যাবে আশা করছি। কারণ ইংল্যান্ডে টেস্টের প্রচুর দর্শক।’ টেস্ট স্ট্যাটাস পাওয়া ৯ দেশ একে অপরের সঙ্গে সিরিজ খেলে থাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার জন্য। ২ বছর পরপর হয় ফাইনাল। পয়েন্টের শতাংশ অনুযায়ী শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হয়। প্রথমবার ২০২১ সালে ফাইনাল খেলেছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার চ্যাম্পিয়ন হয় ব্ল্যাকক্যাপসরা। ২০২৩ সালে আবারো ফাইনালে যায় ভারত। এসময় তারা অস্ট্রেলিয়ার সামনে পড়ে এবং আবার হারে ভারত।
এবারও এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct