আপনজন ডেস্ক: হরিয়ানার ফরিদাবাদে আরিয়ান মিশ্র নামে ১২ বছর বয়সি এক হিন্দু ছাত্রকে গরু পাচারকারী সন্দেহে গাড়ি নিয়ে ৩০ কিমি তাড়া করে হত্যা করেছে ‘গোরক্ষকরা’।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট হরিয়ানার চরখি দাদরিতে পশ্চিমবাংলার বাসন্তীর পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে গোমাংস রান্নার সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গোরক্ষকদের হাতে মৃত্যুর ঘটনা সামনে এল হরিয়ানায়। যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি বলেছিলেন, গ্রামবাসীরা গরুকেকে শ্রদ্ধা করে এবং যদি তারা কোনও অপ্রীতিকর পরিস্থিতি টের পায় তাহালে তাদের আটকাবে কার সাধ্যি। সেকথাই আবার প্রমাণিত হল।
তবে, এবার গোরক্ষকরা ভুল করে গরু পাচারকারী সন্দেহে হিন্দু যুবককে তাড়া করে গুলি করে হত্যা করল। সোশ্যাল মিডিয়ায় গোরক্ষকদের দ্বারা আরিয়ান মিশ্রকে তাড়া করে হত্যার ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, আরিয়ান মিশ্র ২৩শে আগস্ট মধ্যরাতে তার বন্ধু হরষিত এবং শঙ্কিকে নিয়ে ডাস্টার গাড়িতে নুডলস খেতে বেরিয়েছিলেন। সেসময়ই তাদেরকে গোপাচারকারী বলে সন্দেহ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, তারা খবর পেয়েছিল যে কিছু গরু পাচারকারী ডাস্টার এবং ফরচুনার এসইউভি ব্যবহার করে শহরে নজরদারি চালাচ্ছে। সেসময় একটি গাড়িতে থাকা গোরক্ষকরা ডাস্টারটিকে দেখতে পেয়ে থামার সংকেত দেয়। হরষিত বলে একজন ডাস্টার গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির পেছনে বসেছিলেন শ্যাঙ্কি ও দুই মহিলা। অভিযুক্তরা তাদের গাড়ি থামাতে বললেও তারা তা প্রত্যাখ্যান করে এবং দ্রুত গতিতে গাড়ি চালায়।
তখন গরু পাচারকারী বলে নিশ্চিত হয়ে “গোরক্ষকরা” তাদের তাড়া করতে শুরু করে। প্রায় ৩০ কিলোমিটার গাড়ি চালিয়ে হরিয়ানার ফরিদাবাদের আগ্রা-দিল্লি জাতীয় সড়কের পালওয়াল টোল প্লাজার কাছে আটকে পড়ে গাড়িটি। সেসময় গোরক্ষকরা রাত তিনটের সময় তাদের সুজুকি গাড়ি থেকে আরিয়ান মিশ্রদের ডাস্টার গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি পিছনের জানালা দিয়ে গিয়ে আরিয়ানের ঘাড়ের কাছে বিদ্ধ হলে তার মৃত্যু হয়। পুলিশ এ্ ঘটনায় অনিল কৌশিক, বরুণ, কৃষ্ণ, আদেশ ও সৌরভ নামে গোরক্ষকদের গ্রেফতার করেছে। সমস্ত অভিযুক্তকে নগর আদালতে হাজির করার পরে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
গোরক্ষকদের হাতে নিহত আরিয়ান মিশ্রর বাবা সায়ানন্দ মিশ্র সংবাদ সংস্থা এনআইকে বলেন, আমার ছেলে আরিয়ান মিশ্র দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। আমি কিছুই জানতাম না। পরে জানতে পারি আমার ছেলেকে গরু পাচারের সন্দেহে গুলি করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, গরু চোরাচালানের সন্দেহে কাউকে গুলি করার অধিকার কি কারও রয়েছে? মোদি সরকার যদি এমন অধিকার দিয়ে থাকে, তাহলে কেন? এ ঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। দায়িত্বে থাকা সিবিআই বিষয়টি নিয়ে তদন্ত করার দায়িত্ব নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct