সুব্রত রায়, কলকাতা, আপনজন: অবশেষে আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্যের স্বাস্থ্য দফতর। গত ১৬ অগস্ট থেকে টানা ১৫ দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর সোমবার রাতে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখা সন্দীপ ঘোষকে গ্রেফতার করে। সেই গ্রেফতারের ২৪ ঘন্টা পরে মঙ্গলবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। গত ৯ অগস্ট হাসপাতালের সেমিনার হলে পড়ুয়া তরুণী চিকিৎসকের মৃতদেহ যখন উদ্ধার হয় সেই সময় হাসপাতালে প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ। হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত ভান্ডায় সিবিআই। প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিশানা করে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তার পদত্যাগের দাবি জানান তারা। আন্দোলনের চাপে পড়ে সন্দীপ ঘোষ নিজেই প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেন। এরপর সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করে স্বাস্থ্য দফতর। সেখানেও তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct