বিশেষ প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: সোমবার মাইনরিটি দফতরের অর্থানুকূল্যে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয় নতুন দোতলা ছাত্রাবাস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ইশা খান চৌধুরী। কালিয়াচক -৩ ব্লকের কুম্ভীরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জয়েনপুর আইডিয়াল একাডেমীর দোতলা ভবন বিশিষ্ট নতুন ছাত্রাবাসের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈনপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সরকার, কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহনাজ খাতুন,শিক্ষারত্ন শিক্ষিকা তানিয়া রহমত, শিক্ষক আক্তার মিঞা, প্রাক্তন উপপ্রধান নিতাই ঘোষ, জৈনপুর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মোঃ নাসিতুল্লাহ শেখ প্রমুখ। তবে আমন্ত্রণ জানানো হলেও বিধায়ক চন্দনা সরকার, বিডিও সুকান্ত শিকদার ব্যস্ততার জন্য উপস্থিত ছিলেন না।
উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কবিতা, নাটক, নাচ গান পরিবেশন হয়। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা এলাকায় ক্রমশ শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে চিকিৎসক এবং ইঞ্জিনিয়ার হচ্ছে। এলাকা থেকে প্রতি বছর প্রায় ২৫ জন করে ডাক্তার বের হচ্ছে যার পিছনে বিভিন্ন স্কুলের অবদান অনস্বীকার্য। তবে এই জৈনপুর আইডিয়াল একাডেমী শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে। অনেকেই বিভিন্ন ক্ষেত্রে উচ্চস্থানে প্রতিষ্ঠিত। এতদিন জায়গা এবং ঘরের অভাবে ছাত্রদের থাকার সমস্যা হচ্ছিল এই হোস্টেল সম্পূর্ণ হাওয়াতে এবার থেকে ছাত্রদের জন্য পৃথক হোস্টেল চালু হলো। প্রায় ৩০০ জন ছাত্র এখানে থাকতে পারবে। বর্তমানে ১০০ জন ছাত্র থাকে। সাংসদ ইশা খান চৌধুরী জানান, শিক্ষাই জাতির মেরুদন্ড। এলাকায় এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রাবাস গড়ে উঠবে উপযুক্ত শিক্ষারপরিষেবা পেয়ে ছাত্র সমাজ উন্নত হবে।
এই ছাত্র আবাস তৈরি হওয়াতে ছাত্ররা সুন্দরভাবে থাকতে পারবে এবং উপকৃত ছাত্র থেকে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক মোঃ নাসিতুল্লাহ বলেন, এই স্কুল স্থাপিত হয় ২০০১ সালে। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ছাত্র-ছাত্রী রয়েছে ৭০০ জন। সংখ্যালঘু বিভাগের অর্থানুকূল্যে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে দোতলা ভবন বিশিষ্ট এই ছাত্রাবাস উদ্বোধন হলো। উদ্বোধন করেন সাংসদ ইসা খান চৌধুরী। এতদিনে দূর দূরান্তের ছাত্রদের থাকার সমস্যা দূরীভূত হল ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct