অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বন্ধ প্রত্যাহার করার পরেও বাসে আগুন ধরানোর অভিযোগ উঠল বন্ধ সমর্থকদের বিরুদ্ধে। ঘটনা চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুর এলাকার ঘটনা।
উল্লেখ্য, আদিবাসী নাবালিকাকে ধর্ষণ ও পরবর্তীতে খুনের চেষ্টার ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার বন্ধ ডেকেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল আদিবাসী যৌথ মঞ্চের তরফে। কিন্তু এদিন কালনা গামী একটি সরকারি বাস দৌলতপুর এলাকায় পৌঁছতেই বন্ধ সমর্থনকারীরা যাত্রীদের নামিয়ে দিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বাসটিতে এবং পরবর্তীতে এসে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাচলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। অন্যদিকে,খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে ওই সরকারি বাসের কন্ডাক্টর জানান, ‘প্রায় কুড়ি জন যাত্রী নিয়ে গঙ্গারামপুর থেকে কালনার উদ্দেশ্যে সকালে গাড়ি ছেড়েছিল। দৌলতপুর পার হতেই বন্ধ সমর্থনকারীরা গাড়ি আটকে দেয়। আমরা বন্ধ সমর্থনকারীদের বলেছিলাম বন্ধ তুলে নেয়া হয়েছে। এরপরও তারা কোন কথা না শুনেই গাড়িতে ভাঙচুর চলায় এবং পরবর্তীতে আগুন লাগিয়ে দেয়।’ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct