নাজমুস সাহাদাত, মোথাবাড়ি, আপনজন: আবারও দল বদল মালদহের মোথাবাড়িতে। এদিন মোথাবাড়ী ট্যাক্সি স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চে জাতীয় কংগ্রেসের কালিয়াচক-২ ব্লক পঞ্চায়েত সমিতির ৪ জন সদস্য ও রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির ২ জন সদস্য এবং রাজনগর অঞ্চলের প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিনের যোগদানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ী বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন ও কালিয়াচক-২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ সেখ তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন।
সাবিনা ইয়াসমিন বলেন, বাংলার জননেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রেরিত হয়ে কালিয়াচক-২ ব্লকের ৪ জন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির ১) বিউটি মন্ডল ২) কল্পনা মন্ডল ৩) আব্দুল রাজ্জাক ৪) হাবিবা খাতুন। ও রথবাড়ি অঞ্চলের ২ জন পঞ্চায়েত সদস্য ১) রূপালী কর্মকার মন্ডল ২) লালন প্রামাণিক বিজেপির পঞ্চায়েত সদস্য এবং রাজনগর অঞ্চলের প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তাদের সকলকে তৃণমূল পরিবারে স্বাগত জানাচ্ছি। এবং আগামী দিনে একসাথে চলার পথে মোথাবাড়ীকে এগিয়ে নিয়ে যাব এটাই মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি করলাম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct