সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: উদ্বোধনের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মেজিয়া এলাকায়। নবনির্মিত ওই কারখানায় রবিবার কাজ করার সময় শিবরাম পরিমানিক নামে এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের বাড়ি শালতোড়ার কেচকা গ্রামে। সূত্রের খবর, শনিবার মেজিয়ার এই কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্ত্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঠিক তার ২৪ ঘন্টার মধ্যে এদিন দুপুরে ওই বেসরকারি ইথানল কারখানায় কাজ করার সময় হঠাৎই দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় গুরুতর জখম হয় ঐ ঠিকা শ্রমিক। আহত শ্রমিককে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতলে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর কারখানা উদ্বোধনের পরের দিনেই বড়সড় দুর্ঘটনা নিয়ে শ্রমিক সুরক্ষার বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া উঠে আসেনি। তবে বাঁকুড়া সাংগঠনিক জেলা INTTUC আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জি সঠিক ক্ষতিপূরণ ও শ্রমিক সুরক্ষার দাবী তুলেছেন। অন্যদিকে এদিন বিকেলে ওই কারখানা গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েন শালতোড়া বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। তাঁর অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাঁকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct