আসিফা লস্কর, সাগর, আপনজন: আরজিকর আবহের মধ্যেই ক্লাস সেভেনের নাবালিকা ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবকেরা। স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না কোন শিক্ষক-শিক্ষিকাকে। ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে স্কুল চত্বর। স্কুল গেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় চলছে ধস্তাধস্তি।
দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের বামনখালী এমপিপি উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এই স্কুলের সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগ উঠল স্কুলের সহকারী শিক্ষক প্রকাশ জানার বিরুদ্ধে। নাবালিকা ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় গত শুক্রবার স্কুল চলাকালীন স্কুলের মধ্যে ওই অভিযুক্ত শিক্ষক নাবালিকা ছাত্রীকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে কুরুচিকর মন্তব্য করে এবং নাবালিকা ওই ছাত্রের শ্লীলতা হানি করে। এরপরেই নাবালিকা ওই ছাত্রী বাড়িতে গিয়ে মায়ের কাছে সমস্ত কথা জানায়।
পরে পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকে বিষয়টি জানায়। অভিযোগ, নাবালিকা ঐ ছাত্রীর পরিবারের তরফে যাতে পুলিশের কাছে কোনো রকম অভিযোগ না করা হয় তার জন্য রাতের অন্ধকারে নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে বারে বারে হুমকি দিচ্ছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
আজ অভিযুক্ত শিক্ষক সহ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ, শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে এবং স্কুলের সকল ছাত্রীদের নিরাপত্তার দাবিতে স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবক এবং গ্রামবাসীরা।
ঘটনায় যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে গঙ্গাসাগরের বামনখালী এমপিপি উচ্চ বিদ্যালয় চত্বর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct