চন্দনা বন্দ্যোপাধ্যায় ও বাইজিদ মণ্ডল, বাসন্তী, আপনজন: হরিয়ানায় গো মাংস খাওয়ার অভিযোগ তুলে গোরক্ষকরা পিটিয়ে খুন করে সুন্দরবনের বাসন্তীর পরিযায়ী শ্রমিক সাবির মল্লিক। সোমবার বাসন্তীর বল্লারটোপ গ্রামে নিহত সাবির মল্লিকের বাড়িতে যান। সেখানে তিনি পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলেন। সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন। নওশাদ সিদ্দিকী রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে বলেন, মুখ্যমন্ত্রী সব বিষয়েই তো মন্তব্য করেন। কিন্তু কয়েকদিন কেটে গেলেও এই গরিব মুসলমান যুবকটির জন্য তিনি কোন সমবেদনা জ্ঞাপন করেননি। টুইট বা প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ঘটনা নিয়ে মুখ খোলেননি। নওশাদ আরও বলেন, তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে শুনছি। কিন্তু টাকাটা কে দিলেন, সেটা পরিষ্কার নয়। পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে এখনো কোনো অনুদান ওই পরিবারকে দেয়নি। চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু কি চাকরি দেওয়া হবে তা স্পষ্ট করে বলা হচ্ছে না। এর পাশাপাশি হরিয়ানা সরকারের কাছে তদন্ত প্রক্রিয়া কেমন চলছে তার জন্য জানতে প্রতিনিধি দলও পাঠায়নি। সরকারের শ্রম দফতর হাত গুটিয়ে বসে আছে কেন, সেই প্রশ্ন তোলেন তিনি।
নওশাদ আরও বলেন, আইএসএফের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সরকারকে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে। নওশাদ দাবি করেন, বিধানসভায় তিনি নিজে আওয়াজ তুলেছিলেন বলে পরিযায়ী শ্রমিকদের আলাদা বোর্ড তৈরি হল। সেই বোর্ডের ভূমিকা কি? বোর্ড তার ভূমিকা পালনে সম্পূর্ণ ব্যর্থ বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রীর সমালোচনা করে নওশাদ সিদ্দিকী বলেন, হরিয়ানায় গো মাংস নিষিদ্ধ। মুসলমান বাস করেন মাত্র পাঁচ শতাংশ। সেখানে গোমাংস কোথায় পাওয়া যায়? সেই মাংস খাওয়ার মিথ্যা অজুহাতে এই তরতাজা যুবকটিকে মেরে ফেলা হল। নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, মুসলমানদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে ক্ষমতায় থাকবেন অথচ তাদের বিপদের সময় পাশে থাকবেন না। এই ভণ্ডামি বন্ধ করুন। রাজ্য বিজেপিকেও তিনি এক হাত নিয়ে বলেন, বিভেদকামী রাজনীতি এই বাংলার মাটিতে করা থেকে বিরত থাকুন। বিজেপির ভণ্ডামির রাজনীতি শেষ করতে হবে। নওসাদ সিদ্দিকী বলেন, নিহত সাবির মল্লিকের একটি দুই বছর বয়সের শিশু কন্যা রয়েছে। পরবর্তী কালে এই পরিবার চাইলে এই শিশুর যাবতীয় পড়াশোনার খরচ আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী বহন করবেন বলে ঐ পরিবারকে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct