আপনজন ডেস্ক: ইসরায়েলজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের পরিবারগুলো। গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিতে তারা এই ধর্মঘটের ডাক দেয়।
এদিকে গাজায় শিশুদের পোলিও টিকা দানে গতকাল রবিবার থেকে হামলায় তিন দিনের বিরতি দিয়েছে ইসরায়েল। যদিও ইসরায়েল সরকার এটিকে যুদ্ধবিরতি বলতে রাজি নয়।
গাজার রাফাহ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর জিম্মিদের পরিবার ও বন্ধুরা নেতানিয়াহু সরকারের ওপর ক্ষোভে ফেটে পড়েছে। তাদের অভিযোগ, নেতানিয়াহু আর তাঁর মন্ত্রিসভার গোঁয়ার্তুমির কারণেই গাজায় থাকা জিম্মিরা মারা যাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে সম্প্রতি কাতারের দোহা ও মিসরের কায়রোয় আলোচনা হলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct